আপডেট:

Wednesday, March 15, 2017

তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস ও কেলভিনের মধ্যে কোন তফাৎ থাকে না। কেন???- ব্যাখ্যা।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ?ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আজকে আপনাদের সামনে পদার্থবিজ্ঞানের এক দারুণ টপিকস আলোচনা করছি।নিচের থেকে পড়ুন। যার যদি মনে করেন কালেকশনে রাখবেন তাহলে ডাউনলোডও করেনিন।আমার টপিকস হচ্ছে,

তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস ও কেলভিনের মধ্যে কোন তফাৎ থাকে না।

কারণ ব্যাখ্যাঃ
স্বাভাবিকভাবে 1 Celcius =  273 Kelvin. কিন্তু তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে, একক একই থাকে।এটি বুঝতে নিচের গাণিতিক ব্যাখ্যাটির দিকে লক্ষ করুন।

মনেকরি, একটি বস্তুর তাপমাত্রা 40 C থেকে কমে 20 C হল।তাহলে এক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করে আমরা এখন ব্যাপারটি বুঝবো। দেখুনঃ
এখানে,
প্রথম/ আদি তাপমাত্রা T1 = 40 C
দ্বিতীয়/ শেষ তাপমাত্রা T2 = 20 C
তাপমাত্রার পার্থক্য = T2-T1 = (40-20) C = 20 C

আবার যদি তাপমাত্রাদ্বয়কে কেলভিনে প্রকাশ করে পার্থক্য নির্ণয় করি তাহলে দেখা যাবে,
প্রথম/ আদি তাপমাত্রা T1 = 40 C = 40+273 = 313 K
দ্বিতীয়/ শেষ তাপমাত্রা T2 = 20 C = 20+273 = 293 K
তাপমাত্রার পার্থক্য = T2-T1 = (313-293)K = 20 K.

উভয়ক্ষেত্রেই তাপমাত্রার পার্থক্য একই।সুতরাং তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে ডিগ্রি সেলিয়াস ও কেলভিনের মধ্যে কোন তফাৎ নেই। আর অন্য সকল ক্ষেত্রে 1 Celcius =  273 Kelvin.

...............................................................
...............................................................  


আজ আর নয়।দেখা হবে নেক্সট পোস্টে।এই লেখা দ্বারা আপনারা যদি উপকৃত হন তাহলে আমার লেখা সার্থক।আমার এই সাইটে নিয়মিত ভিজিট করুন।আশাকরি অনেক ভালো ভালো বিষয় জানতে ও শিখতে পারবেন। 
আর ফেসবুকে স্টাডি করতে এই গ্রুপে জয়েন করতে পারেন। 

আল্লাহ্‌ হাফেজ।           

No comments:

Post a Comment