আপডেট:

Friday, November 30, 2018

ইংরেজি পড়াশুনাঃ Parts of Speech: (Brief)




..........................................................................................................................................

অনলাইনে নিয়মিত স্টাডি করতে এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। 

..........................................................................................................................................

Parts of Speech: (Brief)
Noun
এটা দ্বারা সাধারণত কোনকিছুর নাম (ব্যাক্তি, জায়গা,আইডিয়া) বোঝায় মানে এটা নামবাচক শব্দ। যেমনঃ Rahim, Karim, Sydney, Table, Cat Etc.
Pronoun
নামের পরিবর্তে (Noun এর পরিবর্তে) এই word গুলো ব্যবহার করা হয়।
যেমনঃ I,You,We,They,He,She,It,Me,Us Etc.
Adjective
এই শব্দগুলো দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝায়।
যেমনঃ Big,Good,Bad,Slow,Wise,Rapid Etc.
Verb
এই শব্দগুলো দ্বারা কাজ বোঝায়। যেমনঃ Eat,Draw,Catch,Swim,Prepare Etc.
Adverb
Adjective কে Modify করলে এটি পাওয়া যায়। যেমনঃ Slowly, Rapidly, Gradually Etc.
Preposition
Pre অর্থ পূর্বে এবং Position অর্থ অবস্থান Preposition অর্থ পূর্বে অবস্থান। বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাই এটিকে অনেকসময় বাক্যালংকার বলা হয়ে থাকে।
যেমনঃ In,With,To,Of,After,Before,Without,Beyond,Into,For Etc.
Conjunction
সাধারণঅর্থে এটি হচ্ছে যুক্তকারী শব্দ যা একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে।
যেমনঃ And, Or, But, Yet Etc.
Interjection
মনের উচ্ছ্বাস, আবেগ প্রকাশকারী শব্দ এগুলো। যেমনঃ Alas!, Oh!, Hurrah!, Ouch!, Wow!, Hey!, Etc.

..........................................................................................................................................
N.B:
# বেশিরভাগ Verb এর Past Perticiple Form (V3) হল Adjective.
# Noun+ly = Adjective
# Adjective+ly = Adverb
..........................................................................................................................................
অনলাইনে নিয়মিত স্টাডি করতে এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। 
..........................................................................................................................................

No comments:

Post a Comment