রাসায়নিক বন্ধনঃ আমরা জানি প্রত্যেকটি যৌগ এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত।এই এক বা একাধিক মৌল যে শক্তি বলে এক হয়ে যৌগ গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন বেশ কয়েকধরণের হয়।
এখন আমরা পড়বো ২ রকম রাসায়নিক বন্ধন সম্পর্কে যথাঃ ১। আয়নিক বন্ধন।২। সমযোজী বন্ধন। তাহলে নিচের থেকে ভালো করে পড়ুন। কাজে লাগবে। 

অবশেষে কেমন লাগলো পোস্টটি??? ভালো লাগলে আমার লেখা সার্থক। নিজে ভালো করে পড়ার পাশাপাশি পোস্টগুলো শেয়ার করুন।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment