আপডেট:

Wednesday, May 1, 2019

English পড়াশুনাঃ Made of এবং Made from দুটোর অর্থই তৈরি।তাহলে কখন Made of এবং কখন Made from?- ব্যাখ্যা।

Made of এবং Made from দুটোর অর্থই তৈরি।তাহলে কখন Made of এবং কখন  Made from?- ব্যাখ্যা।এটি খুব সহজ একটা ব্যাখ্যার মাধ্যমে বোঝা সম্ভব। 

Made of- যে জিনিস দ্বারা কোন কিছু তৈরি তা যদি ঐ জিনিসটার মধ্যে  প্রত্যক্ষভাবে দেখা যায় তাহলে made of হয়। 
যেমনঃ The table is made of wood.
ব্যাখ্যাঃ এখানে টেবিল কাঠের তৈরি এবং কাঠ দৃশ্যমান।তাই made of এর ব্যবহার হয়েছে।
Made from- - যে জিনিস দ্বারা কোন কিছু তৈরি তা যদি প্রত্যক্ষভাবে ঐ জিনিসটার মধ্যে না দেখা যায় তাহলে made from হয়। 
যেমনঃ Paper is made from wood.
ব্যাখ্যাঃ এখানে কাগজ কাঠ দিয়ে তৈরি কিন্তু কাগজের মধ্যেতো আর কাঠ দেখা যাচ্ছে না।তাই made from হবে।
নিয়মিত আমার এই ব্লগে ভিজিট করুন আর নতুন নতুন পোস্ট পড়ুন এবং শিখুন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।               

No comments:

Post a Comment