আপডেট:

Wednesday, February 4, 2015

প্রয়োজনীয় উইন্ডোজ সফটওয়্যার পর্ব ০১

Compress Tools:

7zip
এটি খুব ভালো মানের একটা সফটওয়্যার। এটা দিয়ে আপনি খুব সহজেই জিপ, রার বা অন্য কোন ফরম্যাটের ফাইল গুলো এক্সট্রাক্ট করতে পারবেবন। এটি খুব ফাস্ট।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।    

Free zip to rar
এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজেই জিপ ফাইল কে রার ফাইলে পরিণত করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।     

Boot Tools

Rufus
বুটঅ্যাবল পেনড্রাইভ তৈরি করতে ব্যবহার হওয়া এই সফটওয়্যারটি সত্যিই দারুন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 
       
Win to Bootic
এই সফটওয়্যারটিও বুটঅ্যাবল পেনড্রাইভ তৈরি করতে ব্যবহার করা হয়। ব্যাবহারও খুব ইজি।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।  
       
Power ISO
এটি খুব দারুন একটা সফটওয়্যার বুটঅ্যাবল পেনড্রাইভ তৈরিতে। এটি দিয়ে আপনি উইন্ডোজ বা লিনাক্স বেজড ও এস যেমন উবুন্টু ইত্যাদি পেন ড্রাইভে বুট করতে পারবেন।  
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।
   
Unetbootin
লিনাক্স বেজড ও এস পেনড্রাইভে বুট করার জন্য দারুন একটা সফটওয়্যার এটি। বস্তুত খুব ভালো অ্যাপস এটি। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।         

ISO to USB
সফটওয়্যারের নামই বলে দিচ্ছে সফটওয়্যারটি কিসের।এটি দিয়ে আপনি যেকোনো ও এস মেইনলি উইন্ডোজ বেজড ও এস এর আই এস ও ফাইলকে আপনার পেনড্রাইভে বুট করতে পারবেন।      

সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।

Stay with this site with a view to getting many things ***          

No comments:

Post a Comment