আপডেট:

Sunday, February 1, 2015

আসুন জেনে নেই ও ব্যাবহার করি কয়েকটি Cloud Storage সাইট।

আমারা অনেকেই আমাদের পার্সোনাল জিনিসগুলো অনলাইনে সংরক্ষণ করে রাখতে চাই। কিন্তু কিভাবে রাখবো কোথায় রাখবো কোন সাইট ভালো এর জন্য সেগুলোই প্রস্ন। আমি আপনাদেরকে এখন চারটা সাইট সম্পর্কে বলবো । আপনাদের যার যেটা পছন্দ হয় সে সেটাতে আই ডি খুলেনিন। আর নিজের জিনিশ যত্ন সহকারে রাখুন অনলাইনে। তো শুরু করা  যাক   
              Dropbox                  

 ড্রপবক্স হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ক্লাউড স্টোরেজের মধ্যে একটা। এটিতে অ্যাকাউন্ট খুললে ২ জিবি স্পেস পাওয়া যায় ফ্রী। এটা ডেক্সটপ থেকে নিয়ন্ত্রণ করা যায়। এর জন্য ড্রপবক্স সফটওয়্যার টি নামিয়ে নিতে হয়।আর এতে আরেকটি সুবিধা হচ্ছে এরা আপনাকে বিভিন্ন অফার দেয় জায়গা বাড়ানোর জন্য।                        
SolidFiles 
সলিডফাইলসও ভালো।এখানে আপনি জায়গা বেশি পাবেন। এরা ৫০ জিবি জায়গা দেয়।  
Sign Up to Solidfiles
UC Cloud Storage
এরা আরও ভালো। পার্মানেন্ট জায়গা দেয় ২ জিবি আর টেম্পোরারি জায়গা দেয় ৪ জিবি।  
Sign Up to UDisk 
Mediafire
এরা টোটাল জায়গা দেয় ১০ জিবি ফ্রীতে। আর প্রিমিয়াম অ্যাকাউন্টে আরও বেশি।  
Sign Up to Mediafire

এছাড়াও আরও কিছু ক্লাউড স্টোরেজ  সাইট হচ্ছে zippyshare, uppit, filedown etc. উপরের গুলোই বহুল used.

No comments:

Post a Comment