আপডেট:

Sunday, March 8, 2015

আসুন সি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করি। পর্ব ০২

সি প্রোগ্রামিংয়ের উপর আমার আমার ধারাবাহিক পোস্টে এখন থাকছে এই ল্যাঙ্গুয়েজে কি কোড দিয়ে পিরামিড আঁকানো যায়।আমি এখন আপনাদের সামনে পিরামিডের কোড শেয়ার করছি।সো নিচের থেকে দেখুন।আশাকরি ভালো লাগবে।

কোডটিঃ   

#include<stdio.h>
main()
{
    int i,j,k,a,p,n;
    printf("Enter the hight of the PIRAMIDZ = ");
        scanf("%d",&a);
        n=0;
        p=a;
        if(a<=20)
 {

   for(k=1;k<=a;k++)
  {
   for(i=0;i<=p;i++)
    printf(" ");
   for(j=0;j<=n;j++)
    printf("*");
    printf("\n");
        p=p-1;
        n=n+2;
   }
  }
}

আরও কোড জানতে এখান থেকে পি ডি এফটি নামিয়ে নিতে পারেন।    

No comments:

Post a Comment