আপডেট:

Monday, March 9, 2015

আসুন সি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করি। পর্ব ০৩

বন্ধুরা, আসুন বসে না থেকে একটু সি প্রোগ্রামিং চর্চা করি।আমি আপনাদের সামনে এর আগে কয়েকটি কোড শেয়ার করেছি। এখন চাচ্ছি আরেকটি কোড শেয়ার করতে।আর আগে সহ আজ যে কোড দিচ্ছি সব গুলো কোডই ভীষণ গুরুত্বপূর্ণ।ভালো করে চর্চা করুন। ইন শা আল্লাহ একজন সি প্রোগ্রামার হতে এগুলো ভীষণ কাজে লাগবে।যাক আজ আমি কোড দিব দুটি সংখ্যার সমষ্টি নির্ণয়ের উপর।



কোডটিঃ        
#include<stdio.h>

#include<conio.h>

void main ( ){

clrscr ();

int a, b;

float c;

printf(“Enter the value of a:”);

scanf(“%d”,&a);

printf(“Enter the value of b:”);

scanf(“%d”,&b);

c=a+b;

printf(“The Summation of a+b=%.2f”,c);

getch();

}

আরও জানতে ও দেখতে এখান থেকে পি ডি এফটি ডাউনলোড করেনিন।   

ধন্যবাদ সবাইকে। 

No comments:

Post a Comment