আপডেট:

Tuesday, April 14, 2015

শিখেনিন কিভাবে আপনার সিমের নাম্বার বের করবেন।

অনেক দিন পর পোস্ট করতে বসলাম। এখন বসার সময় হচ্ছে না। তাই পোস্ট করতেও পারছি না।আজ একটু সময় করে বসলাম।তো যাহোক এখন আসি কাজের কথায়। আমরা অনেক সময় আমাদের নিজের সিমের নাম্বার ভুলে যায়।তখন অনেক ক্ষেত্রে দেখা যায় তৎক্ষণাৎ নাম্বারটি বের করা খুব কষ্টকর হয়।বাট আমি আপনাদেরকে আজ এমন টিপস দেব যা দেখে আপনি শিখে যাবেন কিভাবে আপনার অজানা নাম্বারটি জানতে পারবেন খুব সহজেই। আমি শিখাবো টেলিটক,
জিপি ও বাংলালিংক এর নাম্বার বের করার উপায়।


বাংলালিংকের ক্ষেত্রে আপনি *511# এ ডায়াল করলেই আপনার ফোন নাম্বারটি জানতে পারবেন। 
আরও বেশি সিম নাম্বার বের করা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন আর PDF টি ডাউনলোড করেনিন।

আজ এপর্যন্তই। ধন্যবাদ সবাইকে।      

No comments:

Post a Comment