আজ আমার পোস্টে আমি তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম।পড়তে থাকুন আশা করি ভালো লাগবে ও কিছুটা হলেও শিখতে পারবেন।
নদী,বৃষ্টি ইত্যাদির পানি
খনিজ পদার্থ ও লবণসহ নানা উপাদান নিয়ে সমুদ্রের পানিতে মিশে।পরবর্তীতে সূর্যের
তাপে পানি বাষ্প হয়ে উপরে উড়ে গেলে উপাদানগুলো এখানেই থেকে যায়।ফলে সমুদ্রের পানি
লবণাক্ত হয়
সন্মুখে চলাবস্থায় ভূ-পৃষ্ঠস্থ বস্তুকে পিছনের দিকে যেতে
দেখি কেন ???
চলার সময় ঐ বস্তু আমাদের
চোখে যে কোণ উৎপন্ন করে তা দ্রুত পরিবর্তন হয় বলে তাকে পিছনের দিকে যাচ্ছে বলে মনে
হয়।উল্লেখ্য, অনেক দূরের বস্তুর ক্ষেত্রে(যেমন- চাঁদ)এই কোণের সূক্ষ্ম পরিবর্তন হয়
বলে তা আমাদের সাথেই চলছে বলে মনে হয়।
মশা কানের কাছে ভন ভন করে কেন ???
মশা উড়ার সময় অতি দ্রুত
পাখা ঝাপটায়(সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার) বলে কানের কাছে এলে এর ভন ভন শোনা
যায়।
No comments:
Post a Comment