আমাদের চারপাশে ঘটে চলেছে অবিরত প্রাকৃতিক ঘটনাসমূহ।যা নিয়ে আমরা অনেকেই তেমন মাথা ঘামাই না।কিন্তু একটু চিন্তা করে দেখলে সবকিছুরই মোটামুটি হাল্কা পাতলা ব্যাখ্যা দেওয়া সম্ভব।তেমন সব কিছু জিনিসের ব্যাখ্যা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে।নিচের থেকে পড়ুন আর শিখুন।আর যদি মনে করেন যে এখন সময় হচ্ছে না পরে পড়বেন তাহলে এখান থেকে PDF টি ডাউনলোড করেনিন।তাহলে শুরু করা যাক পড়া।
তুষারপাত হয় কেন ???
সমুদ্র,নদী ইত্যাদি জলাশয়
থেকে পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়।বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতায় সঞ্চিত হয়ে
মাত্রাতিরিক্ত অবস্থায় এ জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে শীতল তুষার
কণায় রূপান্তরিত হয়।পরবর্তীতে যা স্ফটিক আকারে একে অপরের সাথে যুক্ত হয়ে উঁচু পর্বতে
বাঁধা পেয়ে তুষারপাত ঘটায়।
উদ্ভিদ সূর্যালোকের দিকে আকর্ষিত হয় কেন ???
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
পাতায় বিদ্যমান ক্লোরোফিল সূর্যালোকের সংস্পর্শে পানি ও কার্বন ডাই-অক্সাইডের
সাহায্যে অক্সিজেন ও শর্করা(খাদ্য) তিরী করে।আর এ খাদ্য তিরীর উদ্দেশ্যেই উদ্ভিদ
সূর্যালোকের দিকে আকর্ষিত হয়।
আমরা ঘেমে যায় কেন ???
নিয়ন্ত্রণ কেন্দ্র,উত্তাপন
কেন্দ্র ও শীতলীকরণ কেন্দ্র দ্বারা গঠিত মস্তিস্কের তাপমাত্রা কেন্দ্র কর্তৃক
মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়।কোনো কারণে শরীরের এ তাপমাত্রা
স্বাভাবিকের চেয়ে বেশি হলে শীতলীকরণ কেন্দ্র ত্বকের লক্ষ লক্ষ ছিদ্রপথে ঘাম বের
করে দিয়ে ভারসাম্য রক্ষা করে বলেই আমরা ঘেমে যাই।
Many Many Thanks for Reading My Post.
No comments:
Post a Comment