আপডেট:

Monday, June 8, 2015

অনলাইনে (ইউটিউবে ) কোন বাফারিং ছাড়াই ভিডিও দেখার জন্য কয়েকটি টিপস।

 আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য থাকছে অনলাইনে উইথআউট বাফারিংএ ভিডিও দেখার জন্য কিছু টিপস।আমি পোস্টে কয়েকটি লিখে দিচ্ছি।আর বাকিগুলো থাকবে এই পিডিএফে।ডাউনলোড করে নিতে পারেন। তাহলে নিচে থেকে পড়তে থাকুন।ধন্যবাদ।  


১। অধিক ডিভাইসে একই সংযোগ ব্যবহার না করা।
আমরা সাধারণত 512 Kbps লাইন চালায়।যা কিনা একটি ডিভাইসের জন্য হলে বেশি ভালো হয়।এটির ক্ষেত্রে একটুও নেট বাইরে শেয়ার করলে ভিডিও দেখা খুবই কঠিন ব্যাপার।তাই একটি ডিভাইস থেকে অধিক সংযোগ না তিরী করায় ভালো।আপনার নেট লাইন যদি খুব ভালো হয় যেমন 1 mbps অথবা তার থেকেও বেশি সেক্ষেত্রে আপনি বুঝে শুনে বাইরে লাইন শেয়ার করলেও করতে পারেন।   
২। অস্থায়ী ক্যাশ ফাইল মুছে ফেলা।
ব্রাউজার ঠিকমত বন্ধ না করেই কম্পিউটার শাটডাউন করলে তাতে অপ্রয়োজনীয় ক্যাশ ও টেম্পোরারি ফাইলের সিংহভাগ ডিলিট হয় না।যা পরে ব্রাউজারের গতি কমিয়ে দেয়।তাই স্ট্রিমিং করার আগে ব্রাউজার সেটিংস থেকে অস্থায়ী ইন্টারনেট ফাইলগুলো মুছে ফেলা উচিত।

......................................................
......................................................        

No comments:

Post a Comment