আপডেট:

Tuesday, August 18, 2015

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ০৫

বৃষ্টি ভেজা দিনে কেমন আছেন সবাই??? নিশ্চয়ই ভালো।আমিও মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আমার আজকের পোস্টটি হবে আবারও সাধারণজ্ঞান ভিত্তিক।আমি অনেকগুলো সাধারণজ্ঞান শেয়ার করবো আপনাদের সামনে যা পড়লে আপনাদের খুব ভালো লাগবে ও অনেক কিছু শিখতে পারবেন বলে আশাকরি।তাহলে দেরি না করে নিচে থেকে পড়তে থাকুন। 
>>>>>>>>>...............................................<<<<<<<<<<<<
আর যদি মনে করেন যে তথ্যগুলো পিডিএফ(কম্প্রেসড জিপ) আকারে দরকার তাহলে এখানে ক্লিক করুন।    
>>>>>>>>>...............................................<<<<<<<<<<<<
১। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র >>>> চিলি।
২। যে দেশের অন্যদেশের সাথে সবচেয়ে বেশি সীমান্ত আছে >>>> চীন।
৩। ফিলিপাইনের মুদ্রার নাম >>>> পেসো।
৪। হিরোশিমা দিবস >>>> ৬ আগস্ট।
৫। টয়লেট দিবস >>>> ১৯ নভেম্বর।
৬। রেড ইন্ডিয়ান উপজাতি যে দেশের >>>> যুক্তরাষ্ট্র।
৭। জুলু উপজাতি >>>> দক্ষিন আফ্রিকার।
৮। ইউরোপের ক্রীড়াঙ্গন>>>> সুইজারল্যান্ড।
৯। সাত পাহাড়ের শহর >>>> রোম।
১০। পোপের শহর>>>> রোম
১১। নীরব শহর >>> রোম।
১২।চির শান্তির শহর >>> রোম
১৩। কাঙ্গারুর দেশ >>> অস্ট্রেলিয়া।
১৪। ইউরোপের বুট >>> ইটালি
১৫। সোনালি আঁশের দেশ >>> বাংলাদেশ।
১৬। বজ্রপাতের দেশ >>> ভুটান।
১৭। সাদা শহর >>> বেলগ্রেড।
১৮। দ্বীপের মহাদেশ >>> ওশেনিয়া।
১৯। পবিত্র ভূমি >>> জেরুজালেম।
২০। পবিত্র দেশ >>> ফিলিস্তিন।
২১। জাঁকজমকের নগরী >>> নিউইয়র্ক।
২২। শ্বেতাঙ্গদের কবরস্তান >>> গিনিকোস্ট।
২৩। চির সবুজের দেশ >>> নাটাল।
২৪। চির বসন্তের নগরী >>> কিটো।
২৫। দ্বীপের নগরী >>> ভেনিস।     
২৬। বাংলার ভেনিস >>> বরিশাল।
২৭। হর্ন অফ আফ্রিকা >>> ইথিওপিয়া।
২৮। দক্ষিণের রাণী >>> সিডনি।
২৯। রূপার শহর >>> আলজিয়ারস।
৩০। হাজার হ্রদের দেশ >>> ফিনল্যান্ড।
৩১। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ >>> আফ্রিকা।
৩২। প্রাচীরের দেশ >>> চীন।
৩৩। আফ্রিকার কিং >>> ইথিওপিয়া।
৩৪। চীনের নীলনদ >>> ইয়াংসিকিয়াং।
৩৫। হলদে নদী >>> হোয়াংহো।
৩৬। সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার >>> ইউক্রেন।
৩৭। প্রাচ্যের ভেনিস >>> ব্যাংকক।
৩৮। পবিত্র পাহাড় >>> ফুজিয়ামা।
৩৯। সূর্যোদয়ের দেশ >>> জাপান।
৪০। ভূমিকম্পের দেশ >>> জাপান।
৪১। প্রাচ্যের গ্রেট ব্রিটেন >>> জাপান।
৪২। পৃথিবীর ছাদ >>> পামির মালভূমি।
৪৩। মুক্তার দ্বীপ >>> বাহরাইন।
৪৪। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার >>> জিব্রালটার।
৪৫। পান্নার দ্বীপ >>> আয়ারল্যান্ড।
৪৬। নিষিদ্ধ শহর >>> লাসা।
৪৭। হারকিইউলিসের স্থম্ভ >>> জিব্রালটার মালভূমি।
৪৮। মেডিটেরিয়নের দেশ >>> জিব্রালটার।
৪৯। পিরামিডের দেশ >>> মিসর।
৫০। নীলনদের দেশ >>> মিসর।
৫১। পাকিস্তানের প্রবেশদ্বার >>> করাচি।
৫২। পশুপালনের দেশ >>> তুর্কিস্তান।
৫৩। মসজিদের শহর >>> ঢাকা ও ইস্তানবুল।
৫৪। রিক্সার নগরী >>> ঢাকা।
৫৫। মন্দিরের শহর >>> বেনারস।
৫৬। মোটরগাড়ির শহর >>> ডেট্রয়েট শহর।
৫৭। শান্ত সকালের দেশ >>> কোরিয়া।
৫৮। ভারতের প্রবেশদ্বার >>> মুম্বাই।
৫৯। ব্রিটেন বাগান >>> কেন্ট।
৬০। মহীশুরের বাঘ >>> টিপু সুলতান।
৬১। ভাটির দেশ >>> বাংলাদেশ।
৬২। পৃথিবীর বদ্বীপ >>> বাংলাদেশ।
৬৩। মরুভূমির দেশ >>> আফ্রিকা।
৬৪। পঞ্চনদের দেশ >>> পাঞ্জাব।
৬৫। কানাডার প্রবেশদ্বার >>> সেন্ট-লরেন্স।
৬৬। ট্যাক্সির নগরী >>> মেক্সিকো।
৬৭। পানামা খাল খনন করা হয় >>> ১৯১৩ সালে।
৬৮। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় >>> ১৯৫৬ সালে।
৬৯। আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত >>> নায়াগ্রা।
৭০। বিশ্বের গভীরতম হ্রদ >>> বৈকাল।
৭১। NAM (ন্যাম) এর পূর্ণরূপ >>> Non Aligned Movement.
৭২। OIC এর পূর্ণরূপ >>> Organization of Islamic Cooperation.
৭২। OIC এর সদর দপ্তর >>> জেদ্দা।
৭৩। আরবলীগ প্রতিষ্ঠিত হয় >>> ২২ মার্চ, ১৯৪৫।
৭৪। EU(European Union) প্রতিষ্ঠিত হয় >>> ১ নভেম্বর, ১৯৯৩।
৭৫। OPEC এর পূর্ণরূপ >>> Organization of Petroleum Exploring Countries.
৭৬। ন্যাটো(NATO) প্রতিষ্ঠিত হয় >>> ১৯৪৯ সালে।
৭৭। ইতিহাসের জনক >>> হেরোডেটাস।
৭৮। গৌতম বুদ্ধ যে গ্রামে জন্মগ্রহণ করেন >>> লুম্বিনী(নেপাল)।
৭৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন >>> জোসেফ স্ট্যালিন।
৮০। নোবেল পুরস্কারের প্রবর্তক >>> আলফ্রেড নোবেল।
৮১। অস্কার পুরস্কার সর্বপ্রথম প্রদান করা হয় >>> ১৯২৯ সালে।
৮২। প্রথম অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র >>> উইংস।
৮৩। টাইটানিক মুভির পরিচালক >>> জেমস ক্যামেরুন।
৮৪। আজমীর অবস্থিত >>> ভারতের রাজস্থানে।
৮৫। বালি দ্বীপ অবস্থিত >>> ইন্দোনেশিয়ায়।
৮৬। তক্ষশীলা অবস্থিত >>> পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
৮৭। কুতুবমিনার অবস্থিত >>> ভারতের দিল্লীতে।
৮৮। ফিলিপাইনে অবস্থিত মুসলিম অধ্যুষিত দ্বীপ >>> মিন্দানাও।
৮৯।নেপাল সরকারের প্রধান কার্যালয় >>> সিংহ দরবার।
৯০। ট্রয় নগরী অবস্থিত >>> তুরস্কে।
৯১। অ্যাডামস পিক অবস্থিত >>> শ্রীলঙ্কায়।
৯২। মহেঞ্জোদারো অবস্থিত >>> পাকিস্তানের সিন্ধু প্রদেশে।
৯২। আকিয়াব যে দেশের সমুদ্রবন্দর >>> মায়ানমারের।
৯৩। কান্দাহার যে দেশের শহর >>> আফগানিস্তান।
৯৪। স্বর্ণমন্দির অবস্থিত >>> ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে।
৯৫। ব্যাবিলন যে নদীর তীরে অবস্থিত >>> ইউফ্রেতিস।
৯৬। গ্রীনিচ অবস্থিত >>> ইংল্যান্ড।
৯৭। ইংল্যান্ডের দক্ষিণ স্টেফোর্ডকে বলা হয় >>> ব্লাক কান্ট্রি।
৯৮। আলহামরা অবস্থিত >>> স্পেনে।
৯৯। ডাকার >>> সেনেগালের রাজধানী।
১০০। মন্টিভিডিও হল >>> উরুগুয়ের রাজধানী।
১০১। নাসা (NASA) অবস্থিত >>> যুক্তরাষ্ট্রে।
                           
ধন্যবাদ সবাইকে।       

No comments:

Post a Comment