হাই, কেমন আছেন সবাই??? নিশ্চয় ভালো। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র রহমতে ভালোই আছি। তো যাহোক আমার পোস্টে আজ এখন আপনাদের জন্য থাকছে কিছু সাধারণজ্ঞান।ভালো করে পড়ে আত্মস্থ করতে পারলে আশাকরি অনেক কাজে লাগবে।তাহলে আর দেরি কিসের ??? ঝটপট পড়া শুরু করেদিন।আর হ্যাঁ, কারও যদি
এই তথ্যগুলো পিডিএফ আকারে লাগে তাহলে নিচে থেকে ডাউনলোড করেনিন।
.......................................................................................................
.......................................................................................................
১। ইতিহাসের শ্রেষ্ঠ
নির্মাতা বলা হতো >>> মিসরীয়দের।
২। লৌহ ব্যবহার প্রথম শুরু
করে যে সভ্যতার লোকেরা >>> হিট্টাইট।
৩। “সীমান্ত গান্ধী” নামে
পরিচিত >>> খান আব্দুল গাফফার খান।
৪। “মেমোগেট” কেলেঙ্কারিতে
জড়িত দেশ >>> পাকিস্তান।
৫। কাশ্মীরের সর্বশেষ
মহারাজা ছিলেন >>> হরি সিং।
৬। “স্ট্যাচু অব পিস”
অবস্থিত >>> নাগাসাকিতে।
৭। জাপান কোরিয়া দখল করে
নেয় >>> ১৯০৫ সালে।
৮। নেপালের ২৪০ বছরের
রাজতন্ত্রের বিলোপ হয় >>> ২৮ মে ২০০৮।
৯। আনুষ্ঠানিকভাবে সোভিয়েত
ইউনিয়ন বিলুপ্ত হয় >>> ১৯৯১।
১০। “ব্ল্যাক ফরেস্ট” যে
দেশে অবস্থিত >>> জার্মানিতে।
১১। নাৎসি আন্দোলন
সর্বপ্রথম শুরু হয় >>> মিউনিখ শহর থেকে।
১২। “The 46664
Campaign” ছিল >>> এইডস বিরোধী প্রচারণা।
১৩। “পার্ল অব অ্যান্টিলিজ”
নামে পরিচিত >>> কিউবা।
১৪। প্রেইরি তৃণভূমি
অবস্থিত >>> উত্তর আমেরিকা অঞ্চলে।
১৫। কিউবা ক্ষেপণাস্ত্র
সংকট হয় >>> ১৯৬২ সালে।
১৬। শিলামুদ্রার দেশ হিসেবে
বিখ্যাত “ইয়াপ” দ্বীপটি অবস্থিত >>> মাইক্রোনেশিয়ায়।
১৭। “লাল করিডোর” অঞ্চল চিহ্নিত
হয় >>> ভারত।
১৮। “ইউরোপের ক্রীড়াঙ্গন”
বলা হয় যে দেশকে >>> সুইজারল্যান্ড।
.......................................................................................................
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment