আপডেট:

Monday, October 19, 2015

আসুন রসায়ন পড়ি।পর্ব ০৩ [[[জৈবযৌগের সাধারণ সংকেতসমূহ ]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? আমি ভালো আছি।অনেকদিন পর এখন আবার আপনাদের সামনে রসায়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি আমি।আমার পোস্টটি হবে কিছু জৈব যৌগের সাধারণ সংকেতের উপর।সুতরাং দেরি না করে তাড়াতাড়ি পড়তে থাকুন।আর যদি মনে করেন এটি কালেকশনে রাখবেন তাহলে এখান থেকে ডাউনলোড করেনিন।

জৈব  যৌগ
সাধারণ সংকেত
১। অ্যালকেন
CnH2n+2
২।অ্যালকিন
CnH2n
৩।অ্যালকাইন
CnH2n-2
৪।অ্যালকোহল
CnH2n+1OH
৫।এসিড
CnH2n+1COOH

৬।এস্টার
CnH2n+1COOR

N.B. এখানে n=1,2,3,4,5 ইত্যাদি এবং R=অ্যালকাইল মূলক= CnH2n+1 অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে/বাদ দিলে যা পাওয়া যায়


আজ আর বক বক করছি না।সবাই ভালো থাকবেন ও আমার জন্য দুআ করবেন।
ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।        

No comments:

Post a Comment