আপডেট:

Wednesday, October 21, 2015

আসুন বাংলা পড়ি। পর্ব ০১ [[[ কয়েকজন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম।]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? নিশ্চয়ই ভালো।আমিও মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আমার পোস্টে আজ আপনাদের জন্য থাকছে বাংলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার পড়াশুনার বিষয়ে কিছুটা হলেও কাজে দেবে।আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো কয়েকজন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম।আমি পোস্টে সবগুলো অ্যাড করে দিচ্ছি কিন্তু আপনি যদি চান যে এটি কালেকশনে রাখবেন তাহলে এখান থেকে জিপড পিডিএফ আকারে ডাউনলোড করেনিন।তাহলে নিচের থেকে পড়াশুরু করেদিন।   
     .........................................................................................................    
১। রবীন্দ্রনাথ ঠাকুর >>> ভানুসিংহ। 

২। প্রমথ চৌধুরী >>> বীরবল।


৩। প্যারীচাঁদ মিত্র >>> টেকচাদ ঠাকুর। 
৪। সমরেশ বসু >>> কালকুট। 
৫। বলাইচাঁদ মুখোপাধ্যায় >>> বনফুল। 
৬। বিনয় কুমার মুখোপাধ্যায় >>> যাযাবর। 
৭। নারায়ণ গঙ্গোপাধ্যায় >>> সুনন্দ।

.........................................................................................................
আজ আর নয়।সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।  
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।           

No comments:

Post a Comment