আপডেট:

Sunday, November 15, 2015

এবার বন্ধ করুন আপনার Android এ ফালতু ব্যান্ডউইথ নষ্ট হওয়া।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???নিশ্চয়ই ভালো।আমিও মহান আল্লাহ্‌র রহমতে অনেক ভালো আছি।কথা প্রসঙ্গে,আমরা অনেকেই বর্তমানে Android চালিত স্মার্ট ফোনে নেট ব্যবহার করি।আমাদের ক্রয় করা ব্যান্ডউইথের বেশ খানিকটা নষ্ট হয় শুধুমাত্র আমাদের একটু অসাবধানতায়।আমি এখন আপনাদেরকে শিখাব কিভাবে আপনি আপনার Bandwith নষ্ট হওয়া বন্ধ করবেন সে বিষয়ে।তাহলে নিচে থেকে দেখুন।আর যদি মনে করেন পরে দেখবেন তাহলে নিচের লিঙ্ক থেকে pdf টি ডাউনলোড করেনিন। 
.........................................................................................................
.........................................................................................................   

Ø  প্রথমে Settings যান।
Ø  এরপর Data Usage এ যান।একেক ফোনে এক এক জায়গায় থাকতে পারে এটি।  
Ø  এরপর নিচের মত Options এ যান।   
Ø  এরপর Restrict Background Data তে টিক দিয়ে বেরিয়ে আসুন।  
Ø  ব্যাস কাজ শেষ। 

সবথেকে ভালো হয় যদি pdf টি নামিয়ে নেন সেটি।ওখানে টিউটোরিয়াল মত করে সাজানো আছে।
আজ আর নয়।
ধন্যবাদ।

No comments:

Post a Comment