আপডেট:

Monday, December 14, 2015

খুব ছোট একটি উইন্ডোজ সফটওয়্যার দিয়ে রিকভারি করুন আপনার হারিয়ে যাওয়া ফাইলস।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো আছেন নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্‌র রহমতে ভালোই আছি। যাহোক অনেক দিন পর পোস্ট করতে বসলাম।আসলে সময় হয়ে ওঠেনি।বাদ দিলাম ওসব কথা।এখন আসি কাজের কথায়।আমরা অনেকেই উইন্ডোজ পিসি চালাই, যাদের অনেক প্রয়োজনে ফাইল মুছে ফেলা/ডিলিট করা লাগে।কিন্তু ফাইল ডিলিট করতে করতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অনেকসময় গুরুত্বপূর্ণ জিনিসটিও ডিলিট হয়ে যায়।হাজার হলেও মানুষতো।ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।কিন্তু এর আবার ট্রিটমেন্টও আছে।আমি আজ আপনাদের সামনে
এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যা দিয়ে আপনারা খুব সহজেই হারিয়ে যাওয়া/ডিলিট হওয়া ফাইল রিকভারি করতে পারবেন।সফটওয়্যারটির কাজও খুব সহজ।দেখলেই বুঝতে পারবেন।তাহলে আর কথা বাড়াচ্ছি না।ঝটপট নিচে থেকে ডাউনলোড করেনিন।
.............................................................................. 
Name of The Software : Recuva 
Size : 3.6 MB
Software Type : Free
..............................................................................
আজ আর নয়।দেখা হবে নেক্সট পোস্টে।সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।  

No comments:

Post a Comment