আপডেট:

Wednesday, December 23, 2015

আসুন তথ্য ও প্রযুক্তি বিষয়ে কিছু সাধারনজ্ঞান পড়াযাক । পর্ব ০৯

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? নিশ্চয়ই ভালো।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে কিছু সাধারণজ্ঞান।এগুলোর সবকটিই তথ্য প্রযুক্তির উপর।চাকরীর পরীক্ষা ও বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণজ্ঞান কতটা জরুরী তা
নিশ্চয়ই বলতে হবে না।তাহলে আর দেরি কিসের।তাড়াতাড়ি নিচের থেকে পড়তে থাকুন আর প্রয়োজন হলে এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করেনিন।
................................................................
১। মোবাইল ফোনের জনক বলা হয় >>> মারটিন কুপারকে।
২। Firefox OS উদ্ভাবন করেন >>> Mozilla (২০১২ সালে।)
৩। LAN-এ ব্যবহার করা ট্রান্সমিশন মিডিয়া >>> কো-এক্সিয়াল ক্যাবল বা অপটিক্যাল ফাইবার।
৪। WAN এ ব্যবহার করা ট্রান্সমিশন মিডিয়া >>> টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভ।
৫। ব্লু টুথ-এর মাধ্যমে তৈরি করা যায় >>> PAN (Personal Area Network).
৬। অপ্টিক্যাল ফাইবারে আলোর যে ঘটনাটি ঘটে >>> পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
৭। বর্তমান ইন্টারনেটের পূর্বসুরী(Predecessor) বলা হয় >>> আরপানেট (Arpanet) কে।
৮। TCP >>> Transmission Control Protocol.
৯। ইন্টারনেট ব্রাউজার হলো >>> এক প্রকার Application Software.
১০। Google + হলো >>> সামাজিক নেটওয়ার্কিং সেবা, যাত্রা শুরু করে ২৮ জুন ২০১১।
১১। বায়োইনফরমেটিক্সকে বলা হয় >>> কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান।
১২। V-SAT  >>> Very Small Apperture Terminal.
১৩। E-Commerce শব্দে E এর পূর্ণরুপ >>> Electronic.
................................................................
ধন্যবাদ সবাইকে। 
সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
                    

No comments:

Post a Comment