আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? আমি মহান আল্লাহ্র রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বলে আশাকরি।যদি আগে জানা থাকে তো ভালো কথা আর যদি না জানা থাকে তাহলে অনেক কাজে দেবে বলে আশাকরি।তাহলে আর দেরি না করি।নিচে থেকে পড়তে থাকুন।
বর্ণালী উৎপন্ন হয় কেন
???
কাঁচের মধ্যে লাল রঙের আলোর দ্রুতি বেগুনী রঙের আলোর দ্রুতির প্রায় ১.৮ গুণ
বেশি হওয়ায় বেগুনী আলো সবচেয়ে বেশি ও লাল সবচেয়ে কম বাঁকে।ফলে বর্ণালী উৎপন্ন হয়।
ঘুমন্ত অবস্থায় মানুষ
নাক ডাকে কেন ???
ঘুমের সময় কারো নাক বন্ধ হলে মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস চলে।এসময় বাতাস নরম
তালুকে সামনে পিছনে আন্দোলনের মাধ্যমে গাল,ঠোঁট ও নাসারন্ধ্রকে কম্পিত করায় অদ্ভুত
শব্দ তথা নাক ডাকার সৃষ্টি হয়।
মশা মানুষকে কামড়ায় কেন
???
মশার(স্ত্রী) বংশ বৃদ্ধির জন্য (ডিম পাড়া) রক্ত প্রয়োজন।তাই মশা মানুষকে
কামড়ায়।
...............................................................
যদি মনেকরেন যে এটি পিডিএফ আকারে দরকার তাহলে এখান থেকে জিপড পিডিএফ আকারে ডাউনলোড করেনিন।
...............................................................
আজ তাহলে এপর্যন্তই।সর্বদা সাথে থাকুন আর দুআ করুন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন,আর আমিও আপনাদের জন্য যাতে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসতে পারি।আমি এমন এক জটিল রোগে ভুগছি যেটি বলে বোঝানো যাবে না।
যাহোক ভালো আছি।
সবার সুস্থতা কামনা করে আজ এখানেই পোস্টটির ইতি টানছি।
সবাই ভালো ও সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment