আপডেট:

Sunday, February 14, 2016

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ০৭

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? ভালো নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।বেশ কয়েকদিন পরে পোস্ট লিখতে বসলাম।আজকে আমার পোস্টে আপনাদের জন্য আবারও থাকছে কিছু সাধারণজ্ঞান।তাহলে আর কি !!! নিচের থেকে পড়তে থাকুন।আর প্রয়োজন হলে এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করেনিন।



১। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম >>> মারিয়ানা ট্রেঞ্চ।
২। ইউরোপের রুগ্ন মানুষ >>> তুরস্ক।
৩। চীনের দুঃখ >>> হোয়াংহো নদী।
৪। কুমিল্লার দুঃখ >>> গোমতী নদী।
৫। ছিদ্রায়িত রাষ্ট্র >>> ইতালি।
৬। পৃথিবীর ছাদ বলা হয় >>> পামির মালভূমিকে।
৭। সাদা রাশিয়া >>> বেলারুশ।
৮। যে মহাদেশকে “পৃথিবীর সবচেয়ে বড় চিড়িয়াখানা” বলা হয় >>> আফ্রিকা।
৯। ইউরোপের রণক্ষেত্র >>> বেলজিয়াম।
১০। সবচেয়ে উচু রাজধানী >>> বলিভিয়ার লাপাজ।
১১। সিডনি যে দেশের শহর >>> অস্ট্রেলিয়া।
১২। মধ্য এশিয়ার সুইজারল্যান্ড >>> কিরঘিজস্তান।
১৩। “আবু মুসা দ্বীপ” নিয়ে বিরোধ >>> ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে।
১৪। ইউরোপ ও আফ্রিকার মধ্যে যে সাগর রয়েছে >>> ভূমধ্য সাগর।
১৫। ভূস্বর্গ বলা হয় >>> কাশ্মীরকে।  

আজ তাহলে এপর্যন্তই। 
আমার সাইটে আবার আসবেন।আর নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ইবুক,টিউটোরিয়াল,সফটওয়্যার ইত্যাদি।

ধন্যবাদ সবাইকে।


আল্লাহ হাফেজ।    
            

No comments:

Post a Comment