আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আজকে আমার পোস্টটি আবার "পর্যায় সারণির" উপর।কিন্তু আগের থেকে বেশ কিছু তথ্য অ্যাড করা হয়েছে নতুন করে।তাহলে আর দেরি না করি।নিচের থেকে পড়া শুরু করে দেই।আর আপনারা যদি মনে করেন যে এটি কালেকশনে রাখা দরকার তাহলে এখানে ক্লিক করুন।
কিছু তথ্যঃ
ক্ষারধাতুঃ এরা পর্যায়
সারণির গ্রুপ এক (I) এর মৌল।এদের যোজ্যতা এক।
মৃৎক্ষার ধাতুঃ এরা পর্যায় সারণির গ্রুপ দুই (II) এর মৌল।এদের যোজ্যতা
দুই।
মুদ্রা ধাতুঃ Cu(কপার),Ag(রূপা),Au(সোনা) এরা মুদ্রা
ধাতু।
হ্যালোজেনঃ Hals শব্দের
অর্থ সামুদ্রিক লবণ এবং Genus শব্দের অর্থ
উৎপাদনকারী।শাব্দিক অর্থে হ্যালোজেন মানে সামুদ্রিক লবণ উৎপাদনকারী।এদের অবস্থান
পর্যায় সারণিতে গ্রুপ সাতে (VII)।এদের
যোজ্যতা এক।
নিষ্ক্রিয় গ্যাসঃ পর্যায় সারণির সর্ব ডানপাশের গ্রুপটি হচ্ছে
নিস্ক্রিয় গ্যাস গ্রুপ।এরা কোন মৌলের সাথে যুক্ত হতে চায় না।এদেরকে “নোবেল
গ্যাস”-ও বলা হয়ে থাকে।
মনে
রাখার সহজ উপায়ঃ
Group I(ক্ষারধাতু): হালিনাকে রুবি
সাজাবে ফ্রান্সে নিয়ে।(H,Li,Na,K,Rb,Cs,Fr)
Group II(মৃৎক্ষারধাতু): বেরানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো।(Be,Mg,Ca,Sr,Ba,Ra)
Group III: বেয়াই গেলো ইন্ডিয়া থেকে।(B,Al,Ga,In,Tl)
Group IV: ছি ছি গেলে সোনা পাবে।(C,Si,Ge,Sn,Pb)
Group V: নলকূপের পানিতে আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ থাকে।(N,P,As,Sb,Bi)
Group VI(চ্যালকোজেন): ও এস এসইতে
পড়ে।(O,S,Se,Te,Po)
ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment