আপডেট:

Wednesday, March 30, 2016

Android স্মার্টফোনের জন্য অত্যন্ত আবশ্যক কিছু অ্যাপস এখনই ডাউনলোড করেনিন।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই। আমিও মহান আল্লাহ্‌র রহমতে অনেক অনেক ভালো আছি।যাহোক আজকে একটু মন চাইল যে Android Apps এর উপর পোস্ট লিখি।আর তারই জন্য এখন এই পোস্ট।তবে আমার দেওয়া অ্যাপস গুলো একটু অন্য রকমের।আমি আপনাদের সামনে একেবারে সাদামাটা কিছু অ্যাপস শেয়ার করছি।এই অ্যাপসগুলো
Android  মোবাইল চালাতে গেলে অবশ্যই লাগে।আমি নিচে প্রত্যেকটি অ্যাপস সম্পর্কে বলে দিচ্ছি ও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি।আপনাদের কাজ হচ্ছে ডাউনলোড করে নেওয়া।


ES Explorer
এটি খুব চমৎকার মানের একটি ফাইল এক্সপ্লোরার।সাধারণত Android এ যে এক্সপ্লোরার দেওয়া থাকে তার থেকেও অনেক ভালো এটি।এটির বিশেষ সুবিধা হচ্ছে আপনি এটি দিয়ে কমপ্রেসড বা জিপ ফাইলের কাজও করতে পারবেন।না দেখলে আসলে বুঝবেন না যে এটি কত ভালো।

WPS Office
WPS Office হচ্ছে ডকুমেন্ট,প্রেজেন্টেশান ইত্যাদি তৈরি করার সফটওয়্যার।সফটওয়্যারটি সম্পর্কে বলতে গেলে বলতে হয়, ভালো।এর কাজও খুব সহজ।আর একটি বিশেষ সুবিধা এটি দ্বারা আপনি পিডিএফ ফাইলও পড়তে পারবেন।
     ডাউনলোড      
  
Adobe Reader
এটি হচ্ছে স্পেশাল একটি সফটওয়্যার যা দ্বারা আপনি পিডিএফ ওপেন করতে পারবেন।যারা স্টুডেন্ট তাদের অনেক সময় পিডিএফ পড়তে হয়।তাদের জন্য এই সফটওয়্যার কতটা উপকারী তা আর বলে বোঝাতে পারবো না।

Adobe Flash Player
অনলাইনে টিভি দেখা,অ্যাড দেখা ইত্যাদি এর জন্য এই সফটওয়্যারটি খুব কাজের।একটি ফোনের পূর্ণতা দিতে এটি অবশ্যই দরকার।অন্যথায় আপনি সেটের বেশ কিছু ফাংশন থেকে বঞ্চিত হতে পারেন।

Android Assistant
ফোনের জাঙ্ক ফাইল রিমুভ করার জন্য এটি ইউনিক একটি সফটওয়্যার।এটি দ্বারা আপনি আপনার ফোনের সিস্টেম বুস্ট করে নিতে পারেন।সফটওয়্যারটির সাইজ অনেক কম।তাই সিস্টেম ও Ram এর উপর প্রেসার কম পড়বে।

ZipperPlus
নাম শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটি এমন একটি সফটওয়্যার বা অ্যাপ যা দিয়ে আপনি জিপ বা কমপ্রেসড ফাইলের কাজ করতে পারবেন।

Share It
ওয়াইফাই এর মাধ্যমে ফোন টু ফোন ডাটা শেয়ারে এটি এখনও পর্যন্ত বহুল ব্যবহার হওয়া একটি সফটওয়্যার।এটি সেরাও বটে।তাই এখনই ডাউনলোড করেনিন।    

Messsenger
এটি বিশ্বের সেরা চ্যাটিং সফটওয়্যারগুলো মধ্যে অন্যতম।এটি দ্বারা আপনি ছবি, ভিডিও,ফাইল ইত্যাদি খুব দ্রুত আপনার বন্ধুর কাছে পাঠাতে পারবেন।যেহেতু এটি ফেসবুক মেসেঞ্জার তাই আপনার অবশ্যই ফেসবুক আইডি থাকা লাগবে।আর হ্যাঁ,এটি দ্বারা ভয়েস রেকর্ড ও সাধারণ কল পাঠানো যায় বন্ধুর কাছে।
            ডাউনলোড           
Dictionary
এটি খুব ভালো মানের বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা ডিকশনারি।এতে ব্যাপক পরিমাণে ওয়ার্ড রয়েছে।এটি বিশেষত যারা স্টুডেন্ট তাদের জন্য ভীষণ উপকারী।   

Imo
অডিও ও ভিডিও কলে বিশ্বের সেরা সফটওয়্যারগুলোর মধ্যে Imo অন্যতম।এটির কাজও অনেক সহজ।জাস্ট একটি রানিং মোবাইল নাম্বার ও নিজের পরিচয় দিয়ে আইডি খোলা সম্ভব।কল পাঠানোও তেমন কঠিন নয়।
     
MX Player
ভিডিও ফাইল ওপেন করতে এটি Android এ সবথেকে বহুল ব্যবহার হওয়া একটি সফটওয়্যার।এটির বিশেষ সুবিধা হচ্ছে এর অনেক ফাংশন।যেমনঃ ভিডিও ছোট বড় করা,সাউন্ড বুস্ট করা,প্লেয়ারে রানিং ভিডিও লক করা ইত্যাদি।
    
UC Browser
ইন্টারনেট চালায় কিন্তু এই সফটওয়্যারটির নাম জানে না এমন লোক হয়ত খুজে পাওয়া যাবে না।এ এমন একটি সফটওয়্যার যার আছে নিজেস্ব ডাউনলোড ম্যানেজার।কাজেই এক্সট্রা ভাবে ডাউনলোড ম্যানেজার ইন্সটল করা লাগে না।করলে সেটি আপনার ব্যাপার।  
     
Internet Speed Meter
এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মোবাইলের নেট/ডাটা স্পিড,ব্যবহার হওয়া ডাটা,ওয়াইফাই দিয়ে আসা-যাওয়া ডাটার পরিমাণ দেখতে পারবেন ও বুঝতে পারবেন।
   
Tubemate
ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য এটি বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার।এটি দ্বারা আপনি ইউটিউব থেকে খুব সহজেই বিভিন্ন ফরম্যাটের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।  

Ridmik Keyboard
বাংলা লেখার জন্য এটি আমার দেখা সবচেয়ে ভালো মানের সফটওয়্যার।এর আছে তিনটি অপশনে লেখার উপায়।যথাঃপ্রভাত,অভ্র,English.যার মধ্যে প্রভাত দিয়ে আপনি স্বাভাবিকভাবেই বাংলা লিখতে পারবেন,অভ্র দিয়ে উচ্চারণ প্রসেস ব্যবহার করে বাংলা লিখতে পারবেন এবং ইংলিশ দিয়ে স্বাভাবিকভাবে ইংলিশ কিছু টাইপ করতে পারবেন।
          ..................................................
এগুলো হলেই আপনি মোটামুটি ভালো ভাবে আপনার মোবাইল চালাতে পারবেন।একটি পরামর্শ থাকবে, আর সেটি হচ্ছে প্লে স্টোরে আপনার ইমেইল আইডি দিয়ে লগ ইন করে সফটওয়্যারগুলো মাঝে মাঝে আপডেট দিয়ে নেবেন।তাহলে আশাকরি অনেক ভালো কাজ করবে।

কথা বলতে বলতে একেবারে পোস্টের শেষে চলে এলাম।পোস্টটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।আর একটি অনুরোধ রাখছি, দয়া করে আপনার বন্ধুদের সামনে আমার লেখা পোস্ট গুলো শেয়ার করুন যাতে তারাও ভালো ভালো জিনিস পড়তে পারে  কালেকশনে রাখতে পারে।

আজ তাহলে এখানেই শেষ করছি।এরকম আরও সুন্দর সুন্দর পোস্ট নিয়ে দেখা হবে পরবর্তীতে।ভালো থাকবেন সবাই।


আল্লাহ হাফেজ।                          

No comments:

Post a Comment