আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে আজ এখন আপনাদের জন্য থাকছে আবার একটু ফিজিক্স পড়াশুনা।তাহলে আর দেরি করে লাভ কি!!!চলুন পড়া যাক।আর যদি মনে করেন যে এই লেখাটি পিডিএফ আকারে আপনার সংগ্রহে রাখবেন তাহলে এখান থেকে ডাউনলোড করেনিন।
২। মহাকর্ষ সূত্র দেন >>> নিউটন।
৩। কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে তা আর
পৃথিবীতে ফিরে আসে না সেটি >>> মুক্তিবেগ।
৪। পৃথিবীতে মুক্তিবেগের মান নির্ণয়ের সূত্র Ve=√(2gR) যেখানে, Ve= মুক্তিবেগ, g=
অভিকর্ষজ ত্বরণ,R=
পৃথিবীর
ব্যাসার্ধ।[[[যদি পৃথিবী বাদে অন্য কোনো গ্রহের হিসাব আসে তাহলে g এর মান আলাদা ভাবে বের
করে নিতে হবে।]]]
৫। পৃথিবীপৃষ্ঠে g এর মান ৯.৮১ মিঃ/সেঃ২
৬। কোনো বস্তুর উপর 5
N বল প্রয়োগ করলে 10
ms-2 ত্বরণ সৃষ্টি হলে
বস্তুর ভর = 0.5 Kg. [[[ Hints: F=ma এখানে F=বল,m=বস্তুর ভর,a=বস্তু দ্বারা সৃষ্ট
ত্বরণ।]]]
৭। কাজ করার সামর্থ্যকে
বলে >>> শক্তি।
৮। বস্তুর একক আয়তনের
ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
১০। যে সকল রাশিকে শুধু
মানের সাহায্যে প্রকাশ করা যায় তাকে >>> স্কেলার রাশি বলে।[[[যেমনঃ
দৈর্ঘ্য,ভর,সময়,দ্রুতি ইত্যাদি]]]
১১। যে সকল রাশিকে
প্রকাশ করতে মান ও দিক উভয়ই লাগে তাকে >>> ভেক্টর রাশি বলে।[[[যেমনঃ
বল,চাপ,ত্বরণ,বেগ ইত্যাদি]]]
১২। বস্তুর ভরবেগের
পরিবর্তনের হারকে >>> বল বলে।
১৩। স্পেস শাটলের সুবিধা
>>> এটি বারবার ব্যবহার করা যায়।
১৪। “প্রত্যেক ক্রিয়ারই
একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে” >>> নিউটনের তৃতীয় সূত্র।
১৫। কিছু সূত্রঃ
1. v2+u2=2as
2. v=u+at
3. s=ut+1/2(at2)
উপরোক্ত সূত্রগুলোতেঃ
u=বস্তুর আদিবেগ
v=বস্তুর শেষবেগ
a=বস্তুর ত্বরণ
s=বস্তুর সরণ
t=সময়
ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।আমার সাইটে আবার আসবেন।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment