আপডেট:

Thursday, March 3, 2016

ইন্টারনেট ব্যবহারে কিছু সতর্কতা ও নিয়ম।মেগা পোস্ট, সবাই পড়ুন।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে আজ আপনাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস।আর তা হচ্ছে ইন্টারনেট ব্যবহারে কিছু সতর্কতা ও কিছু নিয়ম। মনযোগ সহকারে পড়ুন।আর ভেবে দেখুন তথ্যগুলো কতটা যুক্তিযুক্ত।  
যে যে কারণে অনলাইনে আপনি ঝামেলায় পড়তে পারেনঃ
১। অনলাইন অ্যাকাউন্টে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা।
২। ফিশিং সাইটের শিকার।
৩। ভাইরাসের শিকার।(উইন্ডোজ,অ্যানড্রয়েড ইত্যাদি ওএসে)
৪। অন্য কোথাও গিয়ে কারও পিসি বা ডিভাইসে লগ ইন করে লগ আউট করতে ভুলে যাওয়া।
৫। কারও ছলনায় পড়ে যাওয়া।
৬। অনেক দিন ধরে একই পাসওয়ার্ড ব্যবহার।(কিছু কিছু সময়)
৭। লোভে পড়ে নিজের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড কোন হ্যাকারদের সাইটে বসানো।
ইত্যাদি,ইত্যাদি,ইত্যাদি।
সতর্কতা অবলম্বনঃ
১। ভালো ইন্টারনেট সিকিউরিটি(নরটন,পাণ্ডা ইত্যাদি) ব্যবহার করা।
২। অ্যাকাউন্টে(ফেসবুক,জিমেইল,টুইটার ইত্যাদি) স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা।         
৩। নিজের নাম,মোবাইল নাম্বার,জন্ম তারিখ ইত্যাদি তথ্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করা।
৪। কখনই ইমেইল বাদে নিজের ফোন নাম্বার দিয়ে আইডি খুলবেন না।
৫। পাসওয়ার্ডের মধ্যে বিভিন্ন টাইপের অংক,ক্যাপিটাল বর্ণ(1,7,R,T,K etc) ব্যবহার করুন।যেমন ধরুন একটি পাসওয়ার্ড হতে পারে, (145j<<The Digit/Letter you want>><< The Digit/Letter you want<< The Digit/Letter you want >> …. এইভাবে আরও)
৬। লোভে পড়বেন না।এখনই ৫০০ ডলার ইনকাম করেনিন/এখনই নিয়েনিন নগদ ......টাকা ইত্যাদি ইত্যাদি এড়িয়ে চলুন।কারণ এগুলোর বেশিরভাগই অনলাইন ধোঁকা।ওসবের লোভে আইডি হ্যাক হয়েগেলে তখন হয়ত বুঝবেন এটি কত সমস্যার।  
৭। যে সাইটগুলোতে ঢুকতে গেলে আপনার পিসি/ডিভাইস হুশিয়ারি করে সেগুলোর একটিতেও ঢুকবেন না।
৮। ধোঁকাবাজ হ্যাকার থেকে সাবধান।এদেরকে চিনবেন যে ভাবে সেটি হচ্ছেঃ(বেশিরভাগ ক্ষেত্রে) সে আপনার অপরিচিত,ফেক আইডি ধারী যে কিনা আপনার শুভাকাঙ্ক্ষী সাজতে চাইবে।সে কথার মারপ্যাঁচে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে প্রস্তুত থাকবে।এখন প্রশ্নটি হচ্ছে ফেক আইডি কীভাবে চিনবো ??? শুধুমাত্র একটি বিষয়ে বলি, ধরুন আপনি ফেসবুকে দেখতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন কোন আইডিটি ফেক??? তাহলে লিটমাস টেস্ট হবে, প্রথমে আপনি তার আইডিতে প্রবেশ করবেন।যদি দেখেন দীর্ঘদিন যাবত কোন স্ট্যাটাস আপডেট নেই,একটিই মাত্র প্রোফাইল পিকচার অনেক দিন ধরে(প্রথম থেকেই),অ্যাবাউটে গোলযোগ ইত্যাদি তাহলে ধরে রাখতে পারেন আইডিটি ৯০% এরও বেশি ফেক আইডি।
৯। ভুল পদ্ধতিতে সার্চ করে বিপদে পড়বেন না।সার্চের জন্যেতো গুগল আছেই।
১০। সার্বক্ষণিক সাবধানতা অবলম্বন করবেন।যেমনঃ অন্য কারও ডিভাইস থেকে লগ ইন করলে লগ আউট করা,নিজের আইডি ও পাসওয়ার্ড কারও কাছে শেয়ার না করা, ইত্যাদি,ইত্যাদি,ইত্যাদি।
আমার স্বল্প জ্ঞানে বলা কিছু তথ্য।যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন।

আজ তাহলে এপর্যন্তই।সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।     
ধন্যবাদ সবাইকে।


আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment