আপডেট:

Friday, March 4, 2016

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ০৮

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? আমি মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে এখন আপনাদের জন্য থাকছে "সাধারণজ্ঞান বাংলাদেশ বিষয়াবলী"।পোস্টে যে তথ্যগুলো আছে তা পাবেন এই পিডিএফটিতে।প্রয়োজন মনে করলে ডাউনলোড করে নিতে পারেন।আর দেরি না করি,নিচে সাধারণজ্ঞানগুলো তুলে ধরছি।পড়তে থাকুন। 

..................................................................

১।বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয় >>> ২৯ মার্চ ২০০৯ ইং।
২।বাংলাদেশের White Gold >>> চিংড়ি।
৩।সংবিধানের যে অনুচ্ছেদে ‘নারীরা রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা হয়েছে >>> ২৮(২) অনুচ্ছেদে।
৪। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে >>> ১৬ বার।
৫। মুজিবনগর যে জেলায় অবস্থিত >>> মেহেরপুর।
৬। ‘সাবাস বাংলাদেশ’ ভাস্করটি অবস্থিত >>> রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৭। ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে >>> উন্নতজাতের গমের নাম।
৮। ‘আলোকিত মানুষ চাই’-এটি যে প্রতিষ্ঠানের শ্লোগান >>> বিশ্বসাহিত্য কেন্দ্র।
৯। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত >>> সোনারগাঁ।
১০। ‘গম্ভীরা’ বাংলাদেশের যে অঞ্চলের লোকসঙ্গীত >>> চাঁপাইনবাবগঞ্জ।
১১। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম >>> বরিশাল।
১২। ‘সাগরকন্যা’ যে এলাকার ভৌগলিক নাম >>> কুয়াকাটা,পটুয়াখালী।
১৩। ৬-দফা দাবি উত্থাপিত হয় >>> লাহোর,পাকিস্তান।
১৪। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন >>> লর্ড কার্জন।
১৫। বিতর্কিত দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত >>> হাড়িয়াভাঙ্গা।
১৬। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বোন >>> সুন্দরবন।
১৭। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে >>> গোয়ালন্দ।
১৮। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো কর্তৃক গৃহীত হয় >>> ১৭ নভেম্বর ১৯৯৯।
১৯। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে >>> ২৬ জুন ২০০০।  
২০। ‘হাওর বেসিন’ >>> সিলেট। 
.................................................................. 
আজকে তাহলে এপর্যন্তই।দেখা হবে নেক্সট পোস্টে।নিয়মিত আমার এই সাইটে ভিজিট করুন আর সংগ্রহ করুন ও শিখুন অনেক ভালো ভালো জিনিস।আর অনলাইনে পড়াশুনা করতে আগ্রহী এমন ব্যাক্তিদের আমার এই সাইট লিঙ্ক দেখিয়ে দিতে পারেন।
সবাই ভালো থাকুন।ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ। 
        

No comments:

Post a Comment