আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো
নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আজ আপনাদের সামনে
এমন একটি সমস্যার সমাধান দেব যার শিকার আমি নিজেও হয়েছি।এটি হচ্ছে পিসিতে বাংলা
ফন্ট সমস্যা।বিশেষত যারা উইন্ডোজ ৮ বা তদূর্ধ্ব সেটআপ দেন তারা এই সমস্যার
শিকার বেশি হন।এই সমস্যা হলে পিসিতে ভালো করে বাংলা পড়া যায়না(সাধারণত অভ্র দিয়ে
লেখা বাংলা।আমি নিজে এটির সম্মুখীন হয়েছি)।আগে বলে দেই, যাদের পিসিতে ভিরিন্ডা নামক বাংলা
ফন্টটি দেওয়া নেই তারা সাধারণত এই সমস্যার শিকার হন এবং বাংলা সাইটগুলোতে গিয়ে
ঠিকমত পড়তে পারেন না।
এর সমাধান হচ্ছে আপনি এখান থেকে ভিরিন্ডা ফন্টটি
ডাউনলোড করেনিন আর ইন্সটল করুন এবং প্রয়োজন হলে পিসি রিস্টার্ট করুন।দেখবেন সমাধান
হয়ে গেছে।
বিঃদ্রঃ ভিরিন্ডা ফন্টটি জিপ ফাইল হিসেবে দেওয়া আছে।তাই
এটিকে কোনো জিপার সফটওয়্যার(যেমনঃ উইনরার/সেভেন জিপ ইত্যাদি) দ্বারা এক্সট্রাক্ট
করেনিন।
আজ তাহলে এখানেই শেষ করছি।দেখা হবে অন্য পোস্টে।নিয়মিত চোখ রাখুন আমার এই সাইটে আর আপনার জানা অজানা অনেক কিছু দেখেনিন।
সবার শরীর ও মন ভালো থাকুক এটি কামনা করে আজ
এখানেই সমাপ্তি টানছি।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment