আসসালামুআলাইকুম।কেমন
আছেন সবাই???ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে
অনেক অনেক ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য এখন থাকছে অভ্র
দ্বারা টাইপিং এর কৌশল সম্পর্কে।তাই যাদের অভ্র ইন্সটল দেওয়া নেই তারা আগে
অভ্র সেটআপ দিয়েনিন।আমি আমার পোস্টে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য অভ্র
সফটওয়্যারটি শেয়ার করছি।এটি কালেকশন করতে এখানে ক্লিক করুন।তারপর সেটআপ
দিয়ে নিচের মত করে ব্যবহার করতে থাকুন।
অন্য দুটি ওয়ার্ড
“বিশ্বকাপ” ও “২০১৬”
বিশ্বকাপ= bisbokap
২০১৬= 2016
কিছু বর্ণ সাজানোর নিয়মঃ
ত = t
|
শ = sh
|
ষ = Sh
|
ড় = R
|
ড = D
|
ট = T
|
স = s
|
র = r
|
দ = d
|
ধ = dh
|
আরও সহজ হবে যদি অভ্র
ফোনেটিক দেখেন।নিচের ছবির দিকে লক্ষ করুন।অনেক কিছু জানতে পারবেন।
বিঃদ্রঃ আপনার পিসির F12 তে ক্লিক
করলেই বাংলা কীবোর্ড হয়ে যাবে আবার F12 তে ক্লিক করলেই ইংরেজি কীবোর্ড হয়ে যাবে।আর যদি
কীবোর্ড ঝামেলা করে তাহলে উইন্ডোজ কি + স্পেস কি একসাথে প্রেস করলে ঠিক হয়ে যাবে
বলে আশাকরি।
টিউটোরিয়ালটি ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।
এর থেকে সহজ আর কোন
উপায়ে বাংলা লেখা যায় আমার জানা নেই।নিয়মিত ব্যবহার করুন আর টাইপ করুন দেখবেন অনেক
দ্রুত লিখতে পারবেন।
আজ তাহলে এ পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment