আপডেট:

Tuesday, March 22, 2016

উইন্ডোজে ডিস্ক বার্ন/তৈরি করার একটি অসাম সফটওয়্যার(Nero Burner)।ঝটপট ডাউনলোড করেনিন।

আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে উইন্ডোজের খুব সুন্দর এবং কাজের একটি সফটওয়্যার।সফটওয়্যারটির নাম "Nero Burner". ডিস্ক রাইটের জন্য আমার মনে হয় এটি সব থেকে ভালো সফটওয়্যার ।ব্যবহারও একেবারে সহজ।নিজে নিজে ট্রাই করলেই সফটওয়্যারটি রান করতে পারবেন।কিন্তু আপনার যদি ডাউট থাকে যে এটি দ্বারা ডিস্ক
বানাতে পারবো??? কি, পারবো না??? তাহলে নিজে ট্রাই করতে না যাওয়া ভালো।একজন এমন লোকের হেল্প নিতে পারেন যে কি না সফটওয়্যারটি চালাতে পারে।একথা বললাম এই জন্য যে,আপনি যদি না বুঝে ডিস্ক বার্ন করতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে ব্ল্যাংক ডিস্কটিই নষ্ট হয়ে যাবে।(যদি সেটি ডিলিট করা যায়না এমন ডিস্ক হয়)।যাহোক অনেক বক বক করে ফেললাম।এবার আসি কাজের কথায়।আমি নিচে সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি।ঝটপট ডাউনলোড করেনিন।

আজ আর নয়।দেখা হবে নেক্সট পোস্টে।নিয়মিত ভিজিট করুন আর নতুন,পুরাতন কিছু জানুন এবং শেয়ার করে বন্ধুদেরকেও জানতে সাহায্য করুন। 
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।                                     

No comments:

Post a Comment