আপডেট:

Tuesday, March 8, 2016

Software ছাড়াই উইন্ডোজ পিসি রিস্টার্ট/শাটডাউন করুন সময়মত।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে আজ এখন আপনাদের জন্য থাকছে- "কীভাবে Software ছাড়াই উইন্ডোজ পিসি রিস্টার্ট/শাটডাউন করবেন সময়মত", এর উপর।তাহলে নিচের থেকে পড়তে থাকুন।আর হ্যাঁ, প্রয়োজন মনে করলে PDF আকারে এখান থেকে ডাউনলোড করে পড়ুন।তাহলে চলুন পড়াযাক।

 Steps:
1. প্রথমে আপনার পিসি এর ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করুন।
2. এখান থেকে New এ গিয়ে Shortcut এ ক্লিক করুন।
3. এবার যে বক্সটি আসবে সেখানে নিম্নোক্ত কোডটি লিখুন।
4. SHUTDOWN.exe –r/s –t (এখানে আপনার নির্ধারিত সময় সেকেন্ডে প্রকাশ করুন, যেমনঃ 30,40 etc)
5. তারপর Next>>>Finish এ ক্লিক করুন।
এখন লক্ষ করুন আপনার ডেস্কটপে একটি নতুন Shortcut তৈরি হয়ে গেছে।এই Shortcut এ ডাবল ক্লিক করলেই আপনার পিসি শাটডাউন অথবা রিস্টার্ট হবে।(আপনার নির্ধারণ করা সময়েই)।
বিঃদ্রঃ Restart করতে চাইলে  (–r/s) এ  r দিন।আর যদি শাটডাউন করতে চাইলে s দিন। 

আজ এখন তাহলে এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।      

           

                

No comments:

Post a Comment