আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্ট পাঠকেরা নিশ্চয়ই জানেন যে আমি পড়াশুনা,শিক্ষামূলক পোস্টই বেশি করি।তারই ধারাবাহিকতায় আজও আপনাদের জন্য থাকছে "বাংলা পড়াশুনা" সম্পর্কিত পোস্ট।আজকে আমার বিষয় হচ্ছে "বাংলা সাহিত্য"। যদি এটি আপনি কালেকশনে রাখতে চান তাহলে এখানে ক্লিক করুন।আর এখন তাহলে নিচের থেকে পড়তে থাকুন।
১। ‘কপালকুণ্ডলা’ যে
প্রকৃতির রচনা >>> রোমান্সমূলক উপন্যাস।
২। ‘হুলিয়া’ কবিতার
রচয়িতা >>> নির্মলেন্দু গুণ।
৩। ‘আধ্যাত্মিকা’
গ্রন্থের লেখক >>> প্যারীচাঁদ মিত্র।
৪। ‘ঘরে বাইরে’
উপন্যাসটির লেখক >>> রবীন্দ্রনাথ ঠাকুর।
৫। ‘তুমি আসবে বলে হে
স্বাধীনতা’-যার কবিতা >>> শামসুর রহমান।
৬। ‘শূন্যপুরাণ’ রচনা
করেছেন >>> রামাই পণ্ডিত।
৭। ‘পালামৌ’
ভ্রমণকাহিনীটির রচয়িতা >>> সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
৮। ‘তুমি অধম,তাই বলে
আমি উত্তম হব না কেন?’- এ প্রবাদটির রচয়িতা >>> বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
৯। সুকান্ত ভট্টাচার্য
কর্তৃক সম্পাদিত একমাত্র গ্রন্থ >>> আকাল।
১০। রবীন্দ্রনাথ ঠাকুরের
‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র যাকে উদ্দেশ্য করে লেখা >>> ইন্দিরা দেবী।
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের
‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র ভাষা >>> ব্রজবুলি।
১২। সর্বপ্রথম বিধবা
বিবাহের পক্ষে আন্দোলন করেন >>> ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩। ‘বর্ণ পরিচয়’- এর
রচয়িতা >>> ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৪। ‘অশোক সৈয়দ’ যার
ছদ্মনাম >>> আব্দুল মান্নান সৈয়দ।
১৫। গাড়ি চলে না, চলে
না, চলে না রে ... এর গীতিকার >>> শাহ আব্দুল করিম।
১৬। ‘মোরা একটি ফুলকে
বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির রচয়িতা >>> গোবিন্দ হালদার।
১৭। ছাত্র অবস্থায় রচিত
যে কবির কবিতা কলকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল >>> জসীমউদ্দিন।
১৮। সনেট এর অংশ
>>> ২টি।
১৯। বাংলা সাহিত্যের
অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয় >>> ১৯২৩ সালে।
২০। ‘তত্ত্ববোধীনী’
পত্রিকার সম্পাদক ছিলেন >>> অক্ষয়কুমার দত্ত।
২১। ‘পূর্বাশা’ পত্রিকার
সম্পাদক ছিলেন >>> সঞ্জয় ভট্টাচার্য।
২২। সাহিত্যসম্রাট
বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম >>> বঙ্গদর্শন।
(সংগৃহীত)
...................................................
আজ তাহলে এখানেই শেষ নামাচ্ছি।দেখা হবে নেক্সট পোস্টে।আপনাদের জন্য অনেক সময় ব্যয় করে পোস্ট করি।তাই নিয়মিত আসবেন আমার সাইটে ও ভালো ভালো বিষয় জানবেন, এটিই চাওয়া।সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment