আপডেট:

Sunday, March 27, 2016

ইংরেজি Writing Skill প্র্যাকটিস।পর্ব ০২ [[[Email Writing]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???আমি পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে তাই এখন ব্লগে বেশি সময় দিতে পারছি না।এখন একটু সময় হল আর অমনি চলে আসলাম আপনাদের সামনে পোস্ট করতে।আমার পোস্টে আজ আপনাদের জন্য থাকছে Email Writing এর নিয়ম সম্পর্কে। যারা স্টুডেন্ট তাদের জন্য এটি খুব কাজে লাগবে।এই লেখার স্টাইলটি কোন এক গ্রামার বই ফলো করে তৈরি করা।বলে রাখি, আমার যদি কোনো ভুল হয় প্লিজ আমাকে মাফ করে দিবেন।অনেকের কাছে হয়ত এটি ভালো নাও লাগতে পারে।তাদের উদ্দেশেই মাফ চেয়ে নিচ্ছি।তাহলে এখন নিচের থেকে দেখুন।
E-mail কি???
E-mail এর পূর্ণরূপ Electronic Mail.এটি এমন একটি উপায় যার মাধ্যমে খুব দ্রুত যেকোন জায়গায় বিভিন্ন ডকুমেন্ট,ভিডিও ইত্যাদি পাঠানো যায়।অন্য দিকে গ্রাহকও খুব সহজেই এগুলো কাছে পায়।তাহলে বোঝা যাচ্ছে ইমেইল চলে সাধারণত প্রেরক ও গ্রাহকের মধ্যে।এর জন্য দরকার হয় গ্রাহক ও প্রেরক উভয়েরই পৃথক পৃথক ইমেইল আইডি।এখানে মাধ্যম থাকে অবশ্য ইন্টারনেট। প্রেরক কোন কিছু যার কাছে পাঠায় সে গ্রাহক।আবার গ্রাহকও চাইলে প্রেরককে রিপ্লাই দিতে পারেন।
E-mail Writing এর নিয়মঃ
ইমেইল রাইটিং ইংরেজি শিক্ষা ও বেসিক জ্ঞান অর্জনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।আসলে ইমেইল লেখার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে।একটি আদর্শ ইমেইল লিখতে গেলে বেশ কিছু বিষয় অবশ্যই জেনে রাখতে হয়।আমি নিচে একটি ফ্রেম তুলে ধরছি।লক্ষ করুন।[[[ আগের থেকে বলে রাখি, আমি এটি দিচ্ছি ইংরেজি রাইটিং স্কিল বৃদ্ধির জন্য এবং যাদের সিলেবাসে এটি আছে তাদের জন্য।সুতরাং আমি এখানে  কোনো ইমেজ দিচ্ছি না।জাস্ট একটি ফ্রেম তুলে ধরছি।]]]
Frame of an Email:

From              : bayazid93jstu@gmail.com
To                  : sohel92rana@yahoo.com
Sent               : Saturday, 26 March 2016, 8.00 PM
Subject           : Invitation for a birthday party [[[or, others that the sender wants]]]
Dear /Dear Sir,
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
Message Body [[[Write Something according to your subject]]]
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
Yours Ever
Md. Bayazid Hossen
          

উপরের ফ্রেমটি একটি আদর্শ ইমেইলের ফ্রেম।এটি ফলো করে মেইল পাঠালেই আশাকরি উপযুক্ত মেইল হবে।(উভয়ের জন্য বলি, মেইলে যাতে বানান ভুল না হয় এবং সাবজেক্ট অনুযায়ী মেসেজ বডি হয়  সেদিকে লক্ষ রাখতে হবে)

এই ফ্রেমটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।   
..............................................................
ধন্যবাদ সবাইকে।


আল্লাহ হাফেজ।                      

No comments:

Post a Comment