আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও
অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে আজ এখন আপনাদের
জন্য থাকছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি দারুণ এবং প্রয়োজনীয় সফটওয়্যার।এটির
নাম Adobe Reader.কম্পিউটারে PDF বই পড়ার
জন্য এর চেয়ে ভালো সফটওয়্যার মনে হয় কমই পাবেন।
ন্যূনতম
সিস্টেম:
# Intel® processor
# 1GB of RAM
# 350MB of available hard-disk space
# 1024×768 screen resolution
# Windows 2000 / XP / Windows7 / XP64 / Windows7 64 / Windows8 / Windows8 64 bit.
# 1GB of RAM
# 350MB of available hard-disk space
# 1024×768 screen resolution
# Windows 2000 / XP / Windows7 / XP64 / Windows7 64 / Windows8 / Windows8 64 bit.
আমি এই সফটওয়্যারটির
একটি চমৎকার ফিচার এবং কিভাবে সেটি পাবেন তার সম্পর্কেও বলছি।এখন আপনার কাজ হচ্ছে
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি
ডাউনলোড করে নেওয়া।
তারপর,সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইন্সটল করা।এবার আসি সেই
চমৎকার টিপসে।এটি হচ্ছে আপনি কীভাবে ভিডিও মোডে অর্থাৎ রানিং মোডে আপনার PDF ডকুমেন্ট পড়তে পারবেন তার উপর।এটির জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছেঃ
Step 1:আপনি প্রথমে একটি PDF ওপেন করে আপনার কম্পিউটারের Shif+Ctrl+H একসাথে চেপে ধরুন।দেখবেন PDF টির পেজগুলো রান করা শুরু করে দিয়েছে।
Step 2:আপনি চাইলে আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে আপনার
PDF এর পেজ স্পীড ও ডিরেকসন চেঞ্জ করতে পারেন।
Step 3:এটি অফ করতে আপনাকে আবারও সেম ভাবে একসাথে প্রেস
করতে হবেঃ Shif+Ctrl+H.
পোস্টটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।
আজ তাহলে এখানেই শেষ
করছি।আমার সাইটে নিয়মিত আসবেন, আমাকে ভালো ভালো পরামর্শ দেবেন এবং কোনো ভুলত্রুটি
হলে কমেন্টে শুধরে দেবেন এটি একান্ত চাওয়া।কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment