আসসালামুআলাইকুম।এই গরমে কেমন আছেন সবাই???আমি মোটামুটি ভালো আছি।এখন আমি আপনাদের সামনে বাংলা পড়াশুনার উপর লিখছি।যারা ভর্তি পরীক্ষা,চাকরীর পরীক্ষা ইত্যাদি দিয়েছেন তারা জানেন যে ওগুলোতে সফলতার জন্য বাংলা পড়াশুনা কত গুরুত্বপূর্ণ ।আমার আজকের আলোচ্য বিষয় "বাংলা ব্যাকরণ"।আমি নিচে পোস্টেই সব দিয়ে দিচ্ছি।
তারপরও যদি মনে করেন যে, ডকুমেন্টটি কালেকশন করে রেখে দিবেন তাহলে এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করেনিন।যদি ডাউনলোড করতে না বোঝেন তাহলে "ডাউনলোড টিপস" দেখেনিন। এখন তাহলে নিচে থেকে পড়েনিন।
.................................................................................
১। ব্যাকরণ ভাষাকে যা নির্দেশ করে
>>> বর্ণনা করতে।
২। বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ >>>
৫ প্রকার।
৩। ‘মা ছিল না বলে কেউ তার চুল বেধে
দেয়নি।’ এটি একটি >>> সরল বাক্য।
৪। ‘র’ যে জাতীয় ধ্বনি >>>
কম্পনজাত ধ্বনি।
৫। ণ-ত্ব বিধান বাংলা বানানে যে শব্দের
ক্ষেত্রে প্রযোজ্য >>> সংস্কৃত।
৬। বাংলা ব্যাকরণের যে অংশে সন্ধি আলোচিত
হয় >>> ধ্বনিতত্ত্বে।
৭। ‘পিত্রালয়’-এর সন্ধি বিচ্ছেদ
>>> পিতৃ + আলয়।
৮। ‘পরস্পর’ যে ধরণের সন্ধির দৃষ্টান্ত
>>> নিপাতনে সিদ্ধ।
৯। ‘সম+চয়=সঞ্চয়’। এটি যে ধরণের সন্ধি
>>> ব্যঞ্জন সন্ধি।
১০। ‘ক্ষুধার্ত’- এর সন্ধি বিচ্ছেদ
>>> ক্ষুধা + ঋত।
১১। যে প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয়
না। >>> সাৎ।
১২। ‘মুক্তি’-এর সন্ধি বিচ্ছেদ
>>> √মুচ্ +
ক্তি।
১৩। সমাসের রীতি যে ভাষা থেকে আগত
>>> সংস্কৃত।
১৪। ‘আলোছায়া’ পদটি যে সমাসের অন্তর্গত
>>> দ্বন্দ্ব সমাস।
১৫। ‘কান্নায় শোক কমে।’ এখানে কান্নায়
>>> অধিকরণে ৭ মী।
১৬। ‘গুবাক’ শব্দের অর্থ >>>
সুপারিগাছ।
১৭। ‘ধাকের কাঠি’ বাগধারার অর্থ
>>> মোসাহেব।
১৮। যা প্রমাণ করা যায়না >>>
অপ্রমেয়।
১৯। ‘বাহুতে ভর করে চলে যে’-এর বাক্য
সংকোচন >>> ভুজঙ্গম।
২০। ‘বিশেষ খ্যাতি আছে যার’- এককথায় বলে
>>> বিখ্যাত।
২১। ‘ক্ষীয়মাণ’-এর বিপরীত শব্দ
>>> বর্ধমান।
২২। ‘নির্মল’ শব্দের বিপরীত শব্দ
>>> পঙ্কিল।
২৩। Quarterly শব্দের অর্থ
>>> ত্রৈমাসিক।
২৪। ‘Justification
for’-এর সঠিক অনুবাদ >>> সমর্থন।
২৫। বাক্যে
দাড়ি(।) থাকলে থামতে হয় >>> ১ সেকেন্ড।
২৬। শিরোনামের
প্রধান অংশ >>> প্রাপকের ঠিকানা।
(সংগৃহীত)
.................................................................................
আজ তাহলে এখানেই শেষ করছি।নেক্সটে এরকম আরও অনেক পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।সকলে আমার জন্য দুআ করবেন।আমিও আপনাদের জন্য দুআ করি।ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment