আপডেট:

Friday, April 29, 2016

আসুন বায়োলজি পড়ি। পর্ব ০২

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে জীববিজ্ঞান খুঁটিনাটি।এটি দ্বিতীয় পর্ব।আমি এর আগেও এই বিষয়ে লিখেছি।  
এগুলোর সবকটিই আমার কালেক্টেড।যদি কোন ভুল হয় তাহলে কমেন্টে বলবেন।আশাকরি দ্রুত এডিট করে দিব।

তাহলে এখন পড়া শুরু করেদিন।আর প্রয়োজন মনে করলে এখান থেকে PDF আকারে ডাউনলোড করেনিন।
........................................................................    
1) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? হাম ,বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক ,হার্পিস , মাম্পস,এইডস , হেপাটাইটিস ইত্যাদি
2) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ? কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা ,ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি
3) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? জেরোফাইট। 

4) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোকসংশ্লেষণের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে। 

5) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ভয় পেলে টিকটিকির লেজ খসে। 

6) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? Sea Wasp বা সমুদ্র বোলতা
এরা একধরনের জেলী ফিস। 
7) এমিবা শব্দের অর্থ কি ? সর্বদা পরিবর্তনশীল। 
8) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? প্রথম প্রাণী। 
9) কোন পশু শব্দ করতে পারেনা ? জিরাফ
10) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? গোলকৃমি
11) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ? টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
12) মস্তিস্কের পর্দার নাম কি ? মেনিনজেস। 
13) হৃদপিন্ডের পর্দার নাম কি ? পেরিকার্ডিয়াম। 

14) ফুসফুসের পর্দার নাম কি ? প্লুরা। 

15) যকৃতের পর্দার নাম কি ? গ্লিসনস ক্যাপসুল 
........................................................................ 
(Collected)    
আপাতত এখানেই শেষ করছি।দেখা হবে সামনে আরও অনেক পোস্ট নিয়ে।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।   

No comments:

Post a Comment