আপডেট:

Saturday, April 30, 2016

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ১০

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? আমি মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আজকেও আমি আপনাদের সামনে সাধারণজ্ঞান নিয়ে হাজির।সবগুলো খুব প্রয়োজনীয়।তাই ভালো করে পড়ুন আর মনে রাখার চেষ্টা করুন।আশাকরি উপকার হবে।আর যদি মনে করেন যে পরে পড়বেন এখন জাস্ট PDF টি কালেকশন করে রাখবেন তাহলে এখানে ক্লিক করুন।
তবে আমার পরামর্শ থাকবে যে,আপনারা নিচের থেকে আগে পড়েন তারপর ডাউনলোড করেনেন।আমি আমার পোস্টেই প্রায় সব তথ্য দিয়ে দিই।তাহলে আর কথা বাড়াচ্ছি না।নিচে থেকে পড়তে থাকুন।

১। ইউরোপের রুগ্ন মানুষ >>> তুরস্কের লোক।
২। বৈকাল হ্রদ অবস্থিত >>> রাশিয়ায়।
৩। বুর্জ খলিফা ভবনটি অবস্থিত >>> দুবাই,সংযুক্ত আরব আমিরাত।
৪। রুটির ঝুড়ি >>> উত্তর আমেরিকার প্রেইরি।
৫। সরু রাষ্ট্র >>> চিলি।
৬। ছোট রাষ্ট্র >>> ভ্যাটিকান সিটি।
৭। ছিদ্রায়িত রাষ্ট্র >>> ইতালি।
৮। ভেনিস শহর অবস্থিত >>> ইতালিতে।
৯। ইউরোপের রণক্ষেত্র >>> বেলজিয়াম।
১০। বসরা,বোস্তাম,জিলান কোন দেশের শহর >>> ইরাক।
১১। বজ্রপাতের দেশ >>> ভুটান।
১২। ভূমিকম্পের দেশ >>> জাপান।
১৩। সমুদ্রের বধু >>> গ্রেট ব্রিটেন।
১৪। কিউই বলা হয় >>> নিউজিল্যান্ডের অধিবাসীদের।
১৫। ক্যানবেরা,সিডনি,মেলবোর্ন যে দেশের শহর >>> অস্ট্রেলিয়া।
১৬। পৃথিবীর সবথেকে বড় মরুভূমি >>> সাহারা,আফ্রিকা।
১৭। সোনার জন্য বিখ্যাত আফ্রিকা মহাদেশের যে শহর >>> জোহানসবার্গ।
১৮। আল আজহার বিশ্ববিদ্যালয় অবস্থিত >>> মিশর।
১৯। পিরামিডের দেশ >>> মিশর।

২০। অটোয়া যে দেশের শহর >>> কানাডা। 
.....................................................................................................................    
আজ আর নয়।দেখা হবে পরবর্তী আরও অনেক পোস্টে। ভালো লাগলে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।সবাই ভালো থাকুন। 
ধন্যবাদ সবাইকে। 

আল্লাহ হাফেজ।                    

No comments:

Post a Comment