আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র রহমতে অনেক অনেক ভালো আছি।আপনারা যারা আমার সাইটে ভিজিট করেন তারা হয়ত জানেন এটি একটি "পড়াশুনা বেজড সাইট"।আমি এখানে অনেক বিষয়ের উপর পোস্ট করে থাকি।যেমনঃ বাংলা,ইংরেজি,পদার্থ,রসায়ন,গণিত ইত্যাদি।জীববিজ্ঞানের উপর পোস্ট একেবারে কম।তাই আজকের থেকে ভাবছি জীববিজ্ঞানটাও বেশি বেশি তুলে ধরার চেষ্টা করবো।
তারই ধারাবাহিকতায় আজকে আমার আয়োজন "জীববিজ্ঞান খুঁটিনাটি"।আমার পরামর্শ থাকবে প্রথমে আপনারা পোস্টটি পড়েনিন তারপর নিচের ডাউনলোড লিঙ্ক থেকে PDF আকারে ডাউনলোড করে নিন। তাহলে আর কি!! পড়ুন।
.......................................................................................................................
1)একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ➟ ছয় লক্ষ কোটি
থেকে দশ লক্ষ কোটি।
2) জীবকোষের
কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
3) কোন
জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি।
4) কোন
উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি।
5) মাছিতে
কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি।
6) কুকুরে
কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি।
7) গরু
ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি।
8) ধান
গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি।
9) ব্যাঙে
কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি।
10) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি।
11) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি।
12) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
13) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী।
14) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
15) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০।
(Collected)
.......................................................................................................................
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment