আপডেট:

Saturday, May 7, 2016

ঝটপট দেখেনিন ফেসবুকের সিকিউর ব্যবহার সম্পর্কিত দারুণ একটি পোস্ট।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমরা সকলেই প্রায় জানি যে, ফেসবুক হচ্ছে খুবই জনপ্রিয় একটি সহজ সোশ্যাল নেটওয়ার্ক।যারা ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুক আইডি নেই সেরকম লোক খুজে পাওয়া কঠিন।কিন্তু নিজের ভুলেই অনেকসময় বেশিরভাগ  ইউজার হারান তাদের অতীব গুরুত্বপূর্ণ ফেসবুক আইডি।
আমি এখন আপনাদের সামনে কমন কিছু ত্রুটি ও তার সমাধান তুলে ধরছি।


যে যে কারণে আইডি নষ্ট হয়ঃ

১। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করায়।
২। অপরিচিত ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করায় ও তাদের দ্বারা ফাঁদে পড়ায়।
৩। অন্য ডিভাইসে যেমনঃ সাইবার ক্যাফেতে নিজের আইডিতে লগ ইন করে লগ আউট করতে ভুলে যাওয়ায়।
৪। লোভে পড়ায়।যেমনঃ “এখনই ......... ডলার নিয়েনিন আপনার অ্যাকাউন্টে” কিংবা আরও অন্যান্য লোভে আগানোয়।
৫। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কবলে পড়ায়যেমনঃ হ্যাকার আপনার সাথে চ্যাট করে ঠিক আপনার শুভাকাঙ্ক্ষী সেজে আপনার তথ্য হাতিয়ে নিবে আপনি টেরও পাবেন না, এমন কিছুর শিকার হওয়ায়।
৬। অপ্রয়োজনীয় সফটওয়্যার(ম্যালওয়ার,স্পাইওয়ার) সেট আপ দেওয়ায়।
৭। এক্সপার্টদের কাছে ভুলক্রমে নিজের আইডি সিকিউরিটি ও তথ্য সম্পর্কে বলে ফেলায়।
৮।অধিক পরিমাণে ব্লকের শিকার হওয়ায়।সে আপনার পোস্টের মানের জন্য হোক বা আপনার ফ্রেন্ডসদের দুষ্টুমির কারণে হোক।আছে আরও অনেক সমস্যা।

সমস্যা থেকে রেহায় পাবার উপায়ঃ

১। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা।যেমনঃ পাসওয়ার্ডের মাঝে সংখ্যা,বর্ণ(বড় হাতের+ছোট হাতের) ইত্যাদি ব্যবহার করা।
২। মোবাইল নোটিফিকেশন সেট করা।যেমনঃ আপনি যতবার আপনার অ্যাকাউন্টে ঢুকবেন ততবার আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।এটি সেট করে রাখুন।এটি আপনি ফেসবুক সেটিংসেই পাবেন।
৩। অপরিচিত ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ না করা।
৪। অপ্রয়োজনীয় চ্যাট বন্ধ করা।
৫। অন্য কোন ডিভাইস থেকে প্রবেশ করলে অবশ্যই প্রভাবিত হওয়ার আগে মনে করে লগ আউট করা।
৬। অপ্রয়োজনীয় অ্যাপস সেট আপ থেকে বিরত থাকা।
৭। লিগ্যাল সফটওয়্যার ও সাইট ব্যবহার করা।
৮। লোভে না পড়া।
৯। ব্লকের শিকার না হওয়া।
১০। ফেসবুক আইডি যদি হ্যাক হয়েই যায় তাহলে দ্রুত সেটি ফেরত আনতে ফেসবুকের অফিশিয়াল সাইটের মাধ্যমে চেষ্টা করা।

অনেক কথা বলে ফেললাম।জানিনা পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে।যাহোক পোস্টটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।আর,যদি আমার কোন ভুল হয় তাহলে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। 

আজ আর নয়।দেখা হবে পরবর্তী আরও পোস্টে।সবাই ভালো থাকবেন।কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment