আপডেট:

Tuesday, May 3, 2016

ইংরেজি Writing Skill প্র্যাকটিস।পর্ব ০৩ [[[Story Writing]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।এখন আমি আপনাদের সামনে শেয়ার করবো, কীভাবে আপনি একটি স্টোরি লেখা কমপ্লিট করবেন তার উপর।তাহলে নিচে থেকে পড়ুন। আর যদি এটি ভাবেন যে পরে পড়বেন তাহলে পিডিএফ আকারে ডাউনলোড করেনিন।

Completing Story কি ???
Completing Story হচ্ছে কোন ইনকমপ্লিট স্টোরি লিখে/বলে শেষ করা।অর্থাৎ একটি নমুনা দেওয়া থাকবে যার আলোকে আপনাকে লিখতে হবে।এটি তেমন কঠিন কিছু নয়।জাস্ট কিছু উপায় অবলম্বন করলেই আপনি লিখতে পারবেন।
Completing Story লিখতে গেলে যে যে বিষয় মনে রাখতে হবেঃ
  • খুব ভালোভাবে Tense, Sentence, Syntax, Words Meaning সর্বোপরি Grammar জানতে হবে।  
  • যে বিষয়ে লিখবেন সে বিষয়ের উপর ধারণা থাকতে হবে।এক্ষেত্রে বইয়ের থেকে একটু পড়ে বুঝে নেওয়া অনেক ভালো।  
  • কিছু কিছু কাহিনী আছে একেবারে আগে থেকেই জানা থাকে বা লোক মুখে শোনা যায়।সেগুলো একেবারে সেরকম কাহিনীভিত্তিকই লিখতে হবে।যেমনঃ Once there was a great man in Persia called Sheikh Shadi. He was very simple in his life. One day he was going to the king’s palace. In the way he took shelter to a gentle man’s house……… ।আবার কিছু কিছু গল্প আছে যা কি না আপনি নিজের থেকেই লিখতে পারবেন।মানে আপনি আপনার সৃজনশীলতা সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন।যেমনঃ Rina was a garment worker. She lived in a slum. He was very poor and lived with her only son. One day  she went to the garment……………….।এক্ষেত্রে আপনি আপনার মন মত সুন্দর একটি গল্প বানাতে পারেন।
  • লেখার সাথে সাদৃশ্য রেখে একটি সুন্দর টাইটেল দিতে হবে।যেমনঃ Sheikh Shadi, Sorrow of Rina etc.    
  • গল্প/কাহিনীটির  একটি সুন্দর শুরু ও একটি সুন্দর শেষ থাকতে হবে।    
  • সাধারণত ২৫০ শব্দের কাছাকাছি লিখলে ভালো হয়।
  • পেজভর্তি লেখার থেকে বেশি চেষ্টা করতে হবে গল্পটি/কাহিনীটি যাতে ভালো এবং মানসন্মত লেখা সমৃদ্ধ হয়।  

পরামর্শঃ
নিজে ফ্রী হ্যান্ডে লিখে ভালো একজন ইংরেজি পারদর্শী শিক্ষকের নিকট দেখাতে হবে।যদি কোন ভুল হয় তাহলে তিনি সেটি শুধরে দেবেন।এতে আপনার শেখাটা অনেক ভালো হবে।

একটি নমুনা Story:
Once there was a great man in Persia called Sheikh Shadi. He was very simple in his life. One day he was going to the king’s palace. In the way he took shelter to a gentle man’s house………

মনে করুন এটি আপনার প্রশ্নে দেওয়া আছে যা আপনাকে কমপ্লিট করতে হবে।এখন তাহলে যা যা করবেন তা আমি নিচে বলে দিই।

এখন আপনি আগে মনে করার চেষ্টা করুন এটি কোন কাহিনী।বলে রাখি আমি টাইটেল দিব গল্পটি লেখার আলোকে।তাই আগে লিখে নিই।তারপর টাইটেল যুক্ত করবো।  
Once there was a great man in Persia called Sheikh Shadi. He was very simple in his life.One day he was going to the king’s palace. In the way he took shelter to a gentle man’s house. The gentle man didn’t show any respect to Shadi. He gave him lowest class food. Shadi understood what the matter. But he didn’t say anything. After leaving the home he went to the Palace of the king. Then he completed the work and came back. Some days later he again needed to go to the palace. He put gorgeous and colourful clothes and take shelter again to the same gentle man’s house. Only then the gentle man took him to his home with warm greeting. He gave him delicious food. Shadi hit upon a plan to teach the gentle man. He started to keep the food to the pockets in lieu of eating. Then the gentle man asked Shadi “why you are doing this?”. Shadi answered politely “it is only for my dress not for me.” Then the gentle man understood the matter. He beg pardon to Sheikh Shadi. Then Shadi managed the situation and started walking to the palace.  

এই কাহিনীটির টাইটেল হতে পারেঃ Sheikh Shadi, Dress doesn’t make a man great, An unwise gentle man etc.

এখন তাহলে টাইটেল দিই এবং স্টোরিটা কমপ্লিট করি। দেখি কেমন দেখা যায়।
  
Sheikh Shadi/ Dress doesn’t make a man great/ An unwise gentle man
Once there was a great man in Persia called Sheikh Shadi. He was very simple in his life. One day he was going to the king’s palace. In the way he took shelter to a gentle man’s house. The gentle man didn’t show any respect to Shadi. He gave him lowest class food. Shadi understood what the matter. But he didn’t say anything. After leaving the home he went to the Palace of the king. Then he completed the work and came back. Some days later he again needed to go to the palace. He put gorgeous and colorful clothes and take shelter again to the same gentle man’s house. Only then the gentle man took him to his home with warm greeting. He gave him delicious food. Shadi hit upon a plan to teach the gentle man. He started to keep the food to the pockets in lieu of eating. Then the gentle man asked Shadi “why are you doing this?”. Shadi answered politely “it is only for my dress not for me.” Then the gentle man understood the matter. He beg pardon to Sheikh Shadi. Then Shadi managed the situation and started walking to the palace.  

কি সুন্দর একটি স্টোরি হয়ে গেলো!!! এভাবে আপনি চাইলে আরও অনেক স্টোরি লিখতে পারবেন।আবারও বলি ধারণা নেওয়ার জন্য বই পড়ুন।কাজে দেবে।

আজ তাহলে এপর্যন্তই।দেখা হবে পরবর্তী আরও পোস্ট নিয়ে।ভালো থাকবেন সবাই।আর আমার জন্যও দুআ করবেন। কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। 


আল্লাহ হাফেজ।             

No comments:

Post a Comment