আপডেট:

Friday, May 20, 2016

আসুন রসায়ন পড়ি।পর্ব ০৬ [[[ঊর্ধ্বপাতন ও ঊর্ধ্বপাতিত পদার্থ]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।অনেকদিন হল রসায়নের উপর লেখা হয় না, তাই আজ ভাবলাম লিখবো।আর লিখতে বসেও গেলাম।আমার আজকের টপিকস "ঊর্ধ্বপাতন ও ঊর্ধ্বপাতিত পদার্থ"
যদি এটি কালেকশনে রেখে দিতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করেনিন।আর এখন তাহলে নিচের থেকে পড়ুন। 

ঊর্ধ্বপাতনঃ যে প্রক্রিয়ায়, তাপ প্রয়োগে কোন যৌগ কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে।আর যে সকল যৌগ এই প্রক্রিয়াকে সমর্থন করে তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে।

কয়েকটি ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণঃ

১। ন্যাপথালিন।
২। কর্পূর
৩। আয়োডিন
৪। কঠিন কার্বনডাইঅক্সাইড ইত্যাদি।

বিঃদ্রঃ ঊর্ধ্বপাতিত পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়।আবার ঐ বাষ্পকে ঠাণ্ডা করলে সরাসরি পূর্বের সেই কঠিন অবস্থায় ফিরে আসে।অর্থাৎ এতে তরল অবস্থাটি নেই।

আজ তাহলে এখানেই সমাপ্তি টানছি।দেখা হবে আরও পোস্টের সাথে।সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে। 


আল্লাহ হাফেজ।   

No comments:

Post a Comment