আপডেট:

Thursday, May 19, 2016

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ১৩ [[[Meanings of some sentence]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???আমি পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে "ইংরেজি পড়াশুনা বিষয়ক পোস্ট।" আজকের অংশ হচ্ছে "Meanings of some sentence."
নিচের থেকে তাহলে পড়তে থাকুন আর যদি এই লেখাগুলো সংবলিত পিডিএফটি  ডাউনলোড করে নিতে চান তাহলে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করুন।
Don't need it.
এটার প্রয়োজন নাই।


Nothing to say. 

কিছু বলার নাই।

Nothing to do.
কিছু করার নাই।

He is good at Mathematics.
সে গনিতে দক্ষ।

Zahir is weak at English.
জহির ইংলিশে অদক্ষ।

Don't feel shy.
লজ্জাবোধ কর না।
.
Take off  your T-shirt.
তোমার টি-শার্ট খুলে ফেলো।

Zahir look at me.
জহির আমার দিকে তাকাও।

Please look after him.
প্লিজ তাকে দেখাশোনা কর।

We should bear in mind. 
আমাদের মনে রাখা উচিৎ।

We will go to university.
আমরা ইউনিভার্সিটিতে যাবো।

Cause tomorrow is going to be a function.
কারন আগামীকাল একটা অনুষ্ঠান হতে
যাচ্ছে।

Now is the time to say.
এখনই বলার সময়।


                                                                                                                               (Collected)

আজ তাহলে এপর্যন্তই।দেখা হবে পরবর্তীতে আরও অনেক পোস্ট নিয়ে।পোস্টটি কেমন হল তা অবশ্যই কমেন্টে জানাবেন।ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।সবাই ভালো থাকুন।
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।             

No comments:

Post a Comment