আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি পদার্থবিজ্ঞানের একটি দারুণ অংশ "রাশির মাত্রা নির্ণয়।"আমি আমার পোস্টেই সব তুলে ধরার চেষ্টা করেছি।যদি কোন অংশ না বুঝেন তাহলে কমেন্ট করবেন।
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।আর হ্যাঁ,এটি কালেকশনে রাখতে এখানে ক্লিক করুন।তাহলে নিচের থেকে পড়াশুনা শুরু করাযাক।
কিছু ভৌত রাশির মাত্রাঃ
সরণ/দূরত্ব এর মাত্রা L
ভরের মাত্রা M
সময়ের মাত্রা T
মাত্রা নির্ণয়ের নিয়মাবলীঃ
১। নির্দিষ্ট কোন রাশির মাত্রা বের করতে প্রথমে ঐ
রাশিটি কোন কোন ভিন্ন রাশির সমন্বয়ে গঠিত সেটি জেনে সেগুলোর মাত্রা সরাসরি বসাতে
হবে।যেমনঃ বেগ=সরণ/সময়।এক্ষেত্রে সরাসরি ‘সরণ ও সময়ের’ মাত্রা বসালে
এবং সমাধান করলে বেগের মাত্রা পাওয়া যাবে।
২। অবশ্যই সঠিকভাবে সূচক,গুণ,ভাগ ইত্যাদি করতে
হবে।
কতিপয় উদাহরণঃ
বলের মাত্রা নির্ণয়ঃ
জানি, বল =ভর X ত্বরণ
=ভর Xবেগ/সময়
=ভর X(সরণ/সময়)/সময়
=ভর Xসরণ/(সময়)২
=ML/T2
=MLT-2
সুতরাং বলের
মাত্রা MLT-2
ক্ষমতার মাত্রাঃ
জানি, ক্ষমতা =কাজ/সময়
=বলXসরণ/সময়
=(ভর Xত্বরণ)Xসরণ/সময়
=ভর X(বেগ/সময়)Xসরণ/সময়
=ভর X(বেগXসরণ)/(সময়)২
=ভর X(সরণ/সময়)Xসরণ/(সময়)২
=ভর X(সরণ)২/(সময়)৩
=ML2T-3
সুতরাং ক্ষমতার
মাত্রা ML2T-3
আজকে তাহলে এপর্যন্তই।দেখা হবে পরবর্তী পোস্টে।সবাই ভালো থাকুন।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
পদার্থবিজ্ঞানে মাত্রা ও ঘাত এর মধ্য পার্থক্য কি?
ReplyDelete