আপডেট:

Wednesday, June 1, 2016

আসুন বায়োলজি পড়ি। পর্ব ০৪

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো আছেন নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক ভালো আছি।ব্যস্ততার মাঝে  একটু সময় পেলাম আর ওমনি আপনাদের জন্য লিখতে বসলাম।।যাহোক আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে আবারও “জীববিজ্ঞান খুঁটিনাটি”।তাহলে দেরি না করে নিচের থেকে পড়তে থাকুন।
আর যদি ভালো লাগে তাহলে এখান থেকে এই তথ্যগুলো দ্বারা পূর্ণ PDF টি ডাউনলোড করেনিন।তাহলে পড়ুন।

1)ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ৬ মিটার
2) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? বিলিরুবিন

3) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? প্লিহায়
4) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? উভোত্তল
5) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? প্রায় ১০ লক্ষ
6) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ২০৬ টি
7) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? O
8) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? AB
9) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? দেহের ওজনের ৭ শতাংশ
10) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? কোয়াশিয়রকর
11) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ভিটামিন সি
12) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ভিটামিন এ
13) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ? ভিটামিন বি
14) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? ভিটামিন ডি
15) নিউমোনিয়া ও যক্ষা কোথায় হয় ? ফুসফুস
16) ডিপথেরিয়া কোথায় হয় ? গলায়
17) পাইরিয়া কোথায় হয় ? দাঁতের মাড়ি
18) দুধের প্রোটিনের নাম কি ? কেসিন
19) ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ? পটাসিয়াম
20) বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? 0.01mg/L


(Collected)

আজ আর নয়।পোস্টটি ভালো লাগলে ও উপকারী বলে মনে হলে শেয়ার করতে ভুলবেন না।আমার জন্যও দুআ করবেন যাতে আপনাদের সামনে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসতে পারি।
ভালো থাকবেন সবাই।ধন্যবাদ সবাইকে।



আল্লাহ হাফেজ।                       

No comments:

Post a Comment