আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? নিশ্চয়ই ভালো। আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। যাহোক, চলুন তাহলে এখন ইংরেজি নিয়ে একটু আলোচনা করা যাক।আজকের টপিকস "Rules of right form of verbs and fill the gaps".তাহলে আর দেরি না করে নিচের থেকে পড়তে থাকুন।আর শিখতে থাকুন।আমার এই সাইটের একটি বিশাল ফিচার হল এখানে পোস্টেই প্রায় সব তথ্য দেওয়া থাকে।
এরপরও যদি মনে করেন যে তথ্য গুলো ডাউনলোড করে নিজের কাছে রাখবেন তাহলে তা করতে পারেন।প্রায় সকল পোস্টে আমি ডাউনলোড লিঙ্কও দিয়ে দিই।ডাউনলোড করবেন কি না করবেন সেটি আপনার ইচ্ছা।যেমন আজকের এই তথ্যগুলোর ডাউনলোড লিঙ্ক হচ্ছে এটি।আপনি চাইলে লিঙ্কটিতে ক্লিক করে ইংলিশ স্টাডির জন্য সহায়ক PDF টি সংগ্রহ করে নিতে পারেন।এবার তাহলে পড়ুন।
..........................................................................................................................................
১। ব্র্যাকেটের মধ্যে Verb
থাকলে এবং পূর্বে am,is,are,was,were..
থাকলে এবং Sentence
টি Active
হলে Verb
এর সাথে ing
যোগ করতে হয়।আর যদি Passive
Sentence তাহলে Verb এর Past Participle form বসে।
উদাহরণঃ১ He
is (knock) ………………….. at the door.(knocking)
উদাহরণঃ২ He
was (kill) ………………….. by himself. (killed)
২। ব্র্যাকেটের পূর্বে Verb
না থাকলে এবং পূর্বে am,is,are,was,were
… থাকলে শব্দটি Adjective
হবে।
উদাহরণঃ 1.He
is (anxiety) ………………….. study. (anxious of)
2.Daily life is (expense)
………………….. in Nairobi. (expensive)
৩। There
এর পরে is,are,was,were
… থাকলে
ব্র্যাকেটের শব্দটি Noun হবে।
উদাহরণঃ There
is (chaotic) ………………….. in his family (chaos)
৪। ব্র্যাকেটের পূর্বে
যদি Verb থাকে তাহলে শব্দটি Noun হবে।
উদাহরণঃ He
cannot give (concentrate) ………………….. his
study. (concentration on)
৫। ব্র্যাকেটের পূর্বে
Adjective হলে পরের শব্দটি Noun হবে।
উদাহরণঃ Bangladesh
is a country of natural (beautiful) ………………….. (beauty)
৬। Verb
এর পরের ব্র্যাকেট
শব্দটি Adjective হলে Adverb হয়।
উদাহরণঃ 1.
He walks (slow) ………………….. (slowly)
2. He lives (lone) ………………….. (lonely)
৭। ব্র্যাকেটের Verb
টির পূর্বে Preposition থাকলে সেই Verb
টির Noun ফর্ম বসে।
উদাহরণঃ He
suffers from (lonely) ………………….. (loneliness)
৮। Possessive
এর পরে সাধারণত Noun
বসে।
উদাহরণঃ He is known to all for his (kind)
………………….. (kindness)
৯। Sentence
এর শুরুতে Verb
থাকলে ing যোগ অথবা to যুক্ত করতে হবে অথবা Noun হবে।
উদাহরণঃ …………………..
protect our environment we must plant trees. (To)
..........................................................................................................................................
আজ তাহলে এপর্যন্তই।অনেক সময় দিয়ে ও কষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।আর কেমন হয়েছে সেটি কমেন্টে জানান।যদি কোন যৌক্তিক ভুল পান তাহলে কমেন্টে অবশ্যই বলবেন।এতে আমার পোস্টটির মান আরও ভালো করতে প্রেরণা পাবো।পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment