আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও
মহান আল্লাহ্র অশেষ রহমতে মোটামুটি ভালোই আছি।সত্যি বলতে কি, মনটা একটু খারাপ।কেননা মায়ের
শরীরটা ভালো নেই।পোস্ট লিখতে ইচ্ছা করছিল না তারপরও আপনাদের জন্য লিখতে বসলাম।আপনারা
আমার আম্মুর জন্য আল্লাহ্র কাছে দুআ করবেন যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।যাহোক
আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে “জীববিজ্ঞান খুঁটিনাটি”।
তাহলে দেরি না করে
নিচের থেকে পড়তে থাকুন।আর যদি ভালো লাগে তাহলে এখান থেকে এই তথ্যগুলো দ্বারা পূর্ণ
PDF টি ডাউনলোড করেনিন।তাহলে পড়ুন।
...............................................................
1)অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম।
2) তরুণাস্থির
পর্দার নাম কি ? ➟ পেরিকন্ড্রিয়াম।
3) স্নায়ুতন্ত্রের
গাঠনিক একক কি ? ➟ নিউরন।
4) রেচনতন্ত্রের
গাঠনিক একক কি ? ➟ নেফ্রন।
5) কংকালতন্ত্রের
গাঠনিক একক কি ? ➟ অস্থি।
6) যকৃতের
গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট।
7) মাংসপেশীর
গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট।
8) ফুসফুসের
গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই।
9) মানবদেহে
পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%।
10) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস।
11) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস।
12) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন।
13) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন।
14) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ।
15) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি।
(Collected)
আজ আর নয়।পোস্টটি ভালো
লাগলে ও উপকারী বলে মনে হলে শেয়ার করতে ভুলবেন না।আমার জন্যও দুআ করবেন যাতে
আপনাদের সামনে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসতে পারি।
ভালো থাকবেন সবাই।ধন্যবাদ
সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment