আপডেট:

Saturday, June 11, 2016

দেখেনিন কীভাবে গুগলে কোনো কিছু বাংলায় লিখে তার ইংরেজি অনুবাদ করবেন।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আজ এখন আপনাদের সামনে একটি দারুণ টিপস শেয়ার করবো।সেটি হচ্ছে গুগলের সাহায্যে কীভাবে আপনি একটি সুন্দর Sentence গঠন করবেন তার উপর।আসলে এ টিপসটি অনেকেরই হয়ত আগে থেকেই জানা।তবুও যারা না জানেন তারা শিখেনিন। 
গুগলে বাংলা টু ইংলিশ লেখার কৌশলঃ 
  • প্রথমে গুগলে সার্চ করুনঃ Bangla to English Translation Online
  • তারপর আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটিতে প্রবেশ করুন।
  • এবার বাংলায় কিছু লিখুন দেখবেন পাশে ইংরেজি অনুবাদ দেখাচ্ছে । 
  • প্রয়োজন হলে Auxiliary Verb ব্যবহার করে বাক্যটি সুন্দর ও শ্রুতিমধুর করেনিন।


এভাবে প্র্যাকটিস করলে আপনার ইংরেজি শিখতে বেশিদিন সময় লাগার কথা নয়। 

আজ তাহলে এপর্যন্তই।ভালো থাকবেন সবাই।


আল্লাহ হাফেজ।                 

No comments:

Post a Comment