আপডেট:

Sunday, June 5, 2016

আসুন বাংলা পড়ি। পর্ব ০৮ [[বাক্য সংকোচনের কতিপয় উদাহরণ]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? ভালো নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আসলে থিসিস এর চাপে আপনাদের জন্য তেমন কোন পোস্টই লিখতে পারছি না।ব্রেইন বেশ বিজি।এখন একটু সময় পেলাম আর আপনাদের জন্য লিখতে বসে গেলাম।কথা প্রসঙ্গে,আজকে আমার আলোচিত বিষয় "বাক্য সংকোচনের কতিপয় উদাহরণ" বিষয়ে।আপনাদেরকে এটি নিশ্চয়ই এখন বলে দিতে হবে না যে চাকরীসহ বিভিন্ন পরীক্ষায় বাংলা কতটা জরুরী।
যাহোক, আমি এর আগেও বাংলা পড়াশুনার উপর অনেক পোস্ট করেছি।আপনারা এগুলো "বাংলা" লেভেলে সার্চ করলে বুঝতে পারবেন।এখন তাহলে আর বকবক না করি।নিচের থেকে পড়া শুরু করে দিই। আর হ্যাঁ, আপনাদের জন্য এই তথ্যগুলো পিডিএফ আকারে এখানে আছে।ডাউনলোড করে নিতে পারেন।
  • অক্ষির সমক্ষে বর্তমান >>> প্রত্যক্ষ।
  • অকালে পক্ক হয়েছে যা >>> অকালপক্ক।
  • আয় বুঝে ব্যয় করে যে >>> মিতব্যয়ী।
  • ইতিহাস রচনা করেন যিনি >>> ঐতিহাসিক।
  • ঈষৎ আমিষ গন্ধ যার >>> আঁষটে।
  • উপকারীর উপকার যে স্বীকার করে >>> কৃতজ্ঞ।
  • উপকারীর উপকার যে স্বীকার করে না >>> অকৃতজ্ঞ।
  • কোনো ক্রমেই যা নিবারণ করা যায় না >>> অনিবার্য।
  • চক্ষুর সন্মুখে সংঘটিত >>> চাক্ষুষ।
  • জীবিত থেকেও মৃত >>> জীবন্মৃত।
  • নষ্ট হওয়ায় স্বভাব যার >>> নশ্বর।
  • পা থেকে মাথা পর্যন্ত >>> আপাদমস্তক।
  • মৃতের মত অবস্থা যার >>> মুমূর্ষু।
  • যা পূর্বে ছিল এখন নেই >>> ভূতপূর্ব।
  • যা দীপ্তি পাচ্ছে >>> দেদীপ্যমান।
  • যা জলে ও স্থলে চরে >>> উভচর।
  • যা অতিদীর্ঘ নয় >>> নাতিদীর্ঘ।
  • যার প্রকৃত বর্ণ ধরা যায় না >>> বর্ণচোরা।
  • যা কোথাও উচু কোথাও নিচু >>> বন্ধুর।
  • যা ক্রমশ বর্ধিত হচ্ছে >>> বর্ধিষ্ণু।
  • যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না >>> বনস্পতি।
  • যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে >>> হাতুড়ে।
  • যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে >>> পরগাছা।
  • যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে >>> অবিমৃশ্যকারী।
  • যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ >>> শ্বাপদসংকুল।
  • যিনি বক্তৃতা দানে পটু >>> বাগ্মী।
  • সন্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা >>> প্রত্যুদ্-গমন।
  • হনন করার ইচ্ছা >>> জিঘাংসা।            

আজ আর নয়।দেখা হবে পরবর্তী পোস্টে।সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোআ করবেন যাতে আমিও ভালো থাকি।
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।                    

No comments:

Post a Comment