আপডেট:

Wednesday, June 29, 2016

আসুন বায়োলজি পড়ি। পর্ব ০৫

আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই ??? আমি মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে আজ এখন আপনাদের জন্য থাকছে "বায়োলজি খুঁটিনাটি"।তাহলে আর কি !!! পড়ুন নিচের থেকে।এই তথ্যগুলোর ঠিক নিচে আমি একটি পিডিএফ ফাইল দিয়েছি।পিডিএফটি পোস্টের তথ্যের আলোকেই।
তাই ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন।আর যদি মনে করেন শুধু পড়বেন তাহলে নিচের থেকে পড়া শুরু করেদিন।  
 
  • সুষম খাদ্যের উপাদন >>> ৬ টি।
  • প্রোটিন বেশি থাকে >>> মসুর ডালে।
  • হাড় ও দাঁত মজবুত করে >>> ক্যালসিয়াম ও ফসফরাস।
  • চা পাতায় থাকে >>> ভিটামিন বি কমপ্লেক্স।
  • ম্যালিক এসিড পাওয়া যায় >>> টমেটোতে।
  • ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে >>> ভিটামিন কে।
  • Natural Protein এর Code নাম >>>  Protein-P 49
  • কচুশাক বিশেষভাবে মূল্যবান >>> লৌহ উপাদানের জন্য।
  • ভিটামিন সি হল >>> অ্যাসকরবিক এসিড।
  • তাপে নষ্ট হয় >>> ভিটামিন সি।
  • আমিষের পরিমাণ বেশি >>> শুটকি মাছে।

(Collected)
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।       

No comments:

Post a Comment