আপডেট:

Thursday, June 30, 2016

বিজ্ঞান বিভাগের স্টুডেন্টসদের জন্য পড়াশুনা পরামর্শ।[[মেগা পোস্ট]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক একটি পোস্ট করবো।তবে এই পোস্টটি হবে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টসদের জন্য।তাহলে শুরু করা যাক।
আমাদের অনেকেরই ধারণা বিজ্ঞান খুবই কঠিন একটি বিষয় তাই বিজ্ঞান বিভাগে পড়াশুনা করাটাও কঠিন বটে।কিন্তু সত্যি বলতে কি, আমরা যেমন ভাবি ব্যাপারটা আসলে তেমন নয়।ঠিকঠাক পড়াশুনা করলে ও দিকনির্দেশনা অনুযায়ী চলতে পারলে এটি আপনার কাছে অনেক ভালো লাগবে।আমি বিজ্ঞান বিভাগের চারটি সাবজেক্ট যেমনঃ উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের পড়াশুনার নিয়মাবলী সম্পর্কে কিছু কথা বলবো।মনোযোগ দিয়ে পড়ুন আর প্রয়োগ করুন আশাকরি উপকার হবে।
উচ্চতর গণিতের জন্য পরামর্শঃ
অনেকেই মনে করেন এটি সাইন্সের সব থেকে কঠিন সাবজেক্ট।আমার মতে এতা তাদের ভুল ধারণা।আপনি একটু নিয়ম ফলো করে পড়াশুনা করতে পারলে এটি কোন কঠিন কিছু না।আমি আমার পক্ষ থেকে কিছু পরামর্শ দিচ্ছি। 

  • গণিতের বেসিক দিক যেমনঃ যোগ,বিয়োগ,গুণ,ভাগ,সরল ইত্যাদি খুব দ্রুত ও নির্ভুল করতে শিখুন।কারণ এগুলো ছাড়া মোটেও গণিত বোঝা বা ভালো করে বোঝা সম্ভব নয়। 
  • ধারাবাহিকভাবে অংক করুন।যেমনঃ আগে সেট তারপর ফাংশন তারপর বাস্তব সংখ্যা এভাবে।এতে উপকার হবে এই যে আপনি সবগুলো অঙ্কই খুব ভালো করে বোঝার স্কোপ পাবেন।
  • কখনই অংক মুখস্ত করতে যাবেন না।এতে যদি এক্সামিনার সংখ্যা বদলায় তাহলে বিপদে পড়ে যেতে পারেন।একটি মজার ব্যাপার হচ্ছে আপনি যদি অধিক পরিমাণে বুঝে চর্চা করেন তাহলে আপনার অঙ্কের স্টেপ এমনিতেই মুখস্ত হয়ে যাবে।এতে আপনার ক্ষতি নেই। 
  • যে অংকটি কঠিন লাগে সেটি বারবার ট্রাই করুন।তাহলে সহজ হয়ে যাবে। 
  • আর হ্যাঁ অংক না করে কখনই শুধুমাত্র চোখ বুলিয়ে রাখবেন না।এতে অংকের স্টেপ ভুল হওয়ার সম্ভাবনা থাকে।কথায় বলে দশবার অংক দেখে যাওয়ার থেকে একবার অংক করে যাওয়া ভালো।

পদার্থবিজ্ঞানের জন্য পরামর্শঃ

  • পদার্থবিজ্ঞান যেহেতু একটি ভৌতবিজ্ঞান তাই এটি আমাদের চারপাশের অনেক বস্তুর বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে। তাই পড়ার ক্ষেত্রে একটু প্রাকটিকাল হওয়ার চেষ্টা করুন। 
  • পদার্থবিজ্ঞানে প্রচুর সূত্র থাকে।আপনাকে এগুলোর মধ্যে অনেকটার প্রতিপাদন/উপপাদন মনে রাখতে হবে।[[স্টেপ বাই স্টেপ]]।আর শুত্র বুঝে বুঝে মনে রাখতে হবে সবগুলোই। 
  • প্রচুর প্র্যাকটিস করতে হবে।

রসায়নের জন্য পরামর্শঃ 
রসায়ন সম্পর্কে একটা কথা বলে "The More You Read, The More You Forget" but "The More You Read and Write, The More You Learn."এই বাক্য দুটির আলোকেই কিছু পরামর্শ দিই।অবশ্য আরও কিছু পরামর্শও থাকবে। 

  • পড়ার পাসাপাশি প্রচুর লেখার প্র্যাকটিস করুন।
  • রসায়নের সবথেকে জটিল জিনিস হচ্ছে বিক্রিয়া।হাজার হাজার বিক্রিয়া মনে রাখা লাগে।এই জিনিসটা অনেকেই আত্নস্ত করতে পারেন  না বলে রসায়নে ভয়।কিন্তু আপনি একটু লেখার মাধ্যমে মনে রাখার চেষ্টা করে দেখুন, দেখবেন একেবারে সহজ হয়ে গেছে। 
  • এতে উচ্চতর গণিত বা ফিজিক্সের তুলনায় সূত্র কম থাকে।কিন্তু সূত্রগুলো বেশ তাৎপর্যপূর্ণ।অনেক সূত্র আছে যেগুলো ফিজিক্সের সাথে মিলে যায়।এগুলো একটু মিলিয়ে পড়ুন।যেমনঃ PV=nRT. 
  • সর্বোপরি ভালোভাবে পড়াশুনা করুন। 

জীববিজ্ঞানের জন্য পরামর্শঃ 
জীববিজ্ঞান সম্পর্কে আর কি বলবো!! এটিতো একটি মুখস্ত বিষয়।তবুও বলি

  • বুঝে বুঝে মুখস্ত করার চেষ্টা করুন। 
  • ছবি আঁকার হাত মজবুত করুন।কারণ এতে অনেক ছবি থাকে এবং ছবিগুলো নিখুত হতে হয়। 
  • যে জিনিসগুলো সহজে মনে থাকতে চায় না সেগুলো অধিক লেখার মাধ্যমে মনে রাখার চেষ্টা করুন।
  • সর্বোপরি ভালোভাবে পড়াশুনা করুন।সহজ বলে অবহেলা করে ফেলে রাখবেন না।সমস্যা সৃষ্টি হতে পারে।দেখা যাচ্ছে যে ওটার জন্যই রেজাল্ট খারাপ হয়ে গেলো।বাস্তব প্রমাণ হচ্ছে আমি।আমার জীববিজ্ঞানে এ+ না হওয়াতে এইচএসসিতে ৪.৯০ হয়েছিল। 

বিশেষ দ্রষ্টব্যঃ সববিষয়ের জন্য মূলবই ভালো করে রিডিং পড়ুন আর আত্নস্ত করার চেষ্টা করুন।প্রশ্ন তৈরি ও উত্তরের সক্ষমতা অর্জন করতে চেষ্টা করুন।সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া শিখুন।
সর্বোপরি ভালো শিক্ষকদের কাছ থেকে ভালো করে জেনে বুঝে পড়ুন।উপকার হবে।আমার এই সাইটে বিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের উপর বেশ পড়াশুনার জিনিস পাবেন তাই নিয়মিত এখানে চোখ রাখুন। 
পরামর্শদাতাঃ 
মোঃ বায়েজিদ হোসেন।
পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ।
   যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।

আজ আর নয়।অনেক কথা বললাম।এগুলো সবই আমার অভিজ্ঞতা থেকে বলা তাই ভুলত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন।আর হ্যাঁ আমার পোস্টটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টে বলবেন।এটি দ্বারা যদি আপনাদের কোন উপকার হয় তাহলে আমার কষ্ট সার্থক।

ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।                                                     

No comments:

Post a Comment