আপডেট:

Saturday, August 6, 2016

আসুন জানি কিছু বিষয় সম্পর্কে "সেগুলো কেন হয় ???" পর্ব ১১

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি কিছু বিষয়ের 'বৈজ্ঞানিক ব্যাখ্যা'।এগুলোর সবকটিই আমার কালেক্টেড।ভালো করে বুঝে পড়ুন।আশাকরি ভালো লাগবে ও কিছু শিখতে পারবেন।আর মন চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন।
কেউ কেউ বর্ণান্ধ হয় কেন???
মানুষের অপটিক নার্ভের ত্রুটির জন্য মৌলিক বর্ণের(নীল,সবুজ ও লাল) যেকোনো একটি,দুইটি কিংবা তিনটিরই পার্থক্য বুঝতে পারে না বলে কেউ কেউ বর্ণান্ধ হয়।

চোখে ধোঁয়া লাগলে চোখ জ্বলে কেন???
মানুষের চোখের অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার ও নানা তরল জীবাণুনাশক বা অ্যান্টিব্যাকটেরিয়ালগুলো চোখে ধোঁয়া প্রবেশে বাধা সৃষ্টি করার জন্য সৃষ্ট প্রতিক্রিয়ায় চোখ জ্বালা করে।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে মানুষ মারা যায় কেন???
মানবদেহের পেশীর চাপ ও শিরাস্থ ভালবগুলোর অবস্থানের ফলে শিরায় রক্তপ্রবাহ চালু থাকেএক্ষেত্রে হৃদযন্ত্রের ক্রিয়া রক্তপ্রবাহ চালু রাখতে বিশেষভাবে সহায়তা করে।তাই এটা বন্ধ হলে মানুষ মারা যায়।          
(সংগৃহীত) 
আজ আর নয়।দেখা হবে নেক্সট পোস্টে।এই পোস্টটি  আপনাদের ভালো লাগলে আমার কষ্ট সার্থক।ভালো থাকবেন সবাই। 


আল্লাহ হাফেজ।                   

No comments:

Post a Comment